টপিকঃ Windows 8 এর একটি সমাধান চাই

আমার কাছে windows 8 খুব ভাল লাগলেও একটি সমস্যা আমাকে চিন্তিত করছে। তা হল পিসি শার্ট ডাউন এর পর যদি পরবর্তীতে পুনরায় পিসি অন করা হয় তবে আগের টাইম থেকেই কাউন্ট শুরু হয়। মনে হয় কেউ বুঝতে পারেন নি? ধরুন আমি পিসি ৫ ঘন্টা চালিয়ে অফ করে দিলাম। এরপর যখন পরবর্তীতে আবার পিসি অন করলাম তখন "task manager" এ গেলে দেখায় ঐ আগের ৫ ঘন্টা পর থেকেই টাইম কাউন্ট শুরু হচ্ছে ।যা এক্সপি বা সেভেন এ হয়না। আমি জানতে চাই এতে কি ram ,প্রসেসর বা মাদারবোর্ডে কোন সমস্যা হবে?

Re: Windows 8 এর একটি সমাধান চাই

fast boot অফ করতে হয় মে বি এটার জন্য

Re: Windows 8 এর একটি সমাধান চাই