Re: গ্রামীণ-দেশজ খেলা যা আর খেলা হয়না তেমন—পর্ব: ০২
এমন আেরা অনেক খেলা আছে যা আমরাও ছোট্ট কালে খেলেছিলাম, কিন্ত এখন সেগুলোর নিয়মকানুনও ভুলে গেছি, gmakas ভাইকে ধন্যবাদ এইসব খেলার নাম আবার স্বরন করিয়ে দেবার জন্য
৩ ৩১-০৮-২০১৪ ০৩:১৫ সর্বশেষ সম্পাদনা করেছেন Jol Kona (৩১-০৮-২০১৪ ০৩:১৭)
Re: গ্রামীণ-দেশজ খেলা যা আর খেলা হয়না তেমন—পর্ব: ০২
এই খেলা আমার জানার কথা না আমি পুকুর থেকে ৩০০ মাইল দূরুত বজায় রেখে চলছি ছোত থাক তে, পুকুরে খোলা পানি এমন দেখলেই মাথা ঘুরাইত আমার
। :$ পুকুরে পা ডুবাইতে গেলেও কাউরে না পুকুরে সাথে নিয়ে যাইতে হইসে।
তবে এই টাইপের এক্টা খেলারর কথা আব্বুর কাছে শুনছি।
আর কি কি আছে অনেক খেলাই আসলে আমাদের টাইলে এসে উঠে গেছে।:(
Re: গ্রামীণ-দেশজ খেলা যা আর খেলা হয়না তেমন—পর্ব: ০২
এই খেলাটা আমি খেলছি
৫১টা ব্যাঙ লাফ না দেয়েতে পারলেও ১৫টা দেওতে পারতাম।
Re: গ্রামীণ-দেশজ খেলা যা আর খেলা হয়না তেমন—পর্ব: ০২
কত খেলেছি মজার মজার খেলাগুলো । ধন্যবাদ মনে করিয়ে দেবার জন্য
Re: গ্রামীণ-দেশজ খেলা যা আর খেলা হয়না তেমন—পর্ব: ০২
ভাল লাগছে আপনাদের জেনে ভাল লাগছে। তা হলে চালিয়ে যাই ।