টপিকঃ পিসিতে কি ড্রাইভার সমস্যা? হেল্প প্লিজ...
কয়েকদিন আগে পুরো পিসি খুলে পরিস্কার করে নতুন করে OS দিলাম। পরে মাদারবোর্ডের ডিভিডি ঢুকিয়ে ড্রাইভার সেটাপ দিলাম। সবকিছু ঠিকঠাক। কিন্তু কোন গেম চালাতে গেলেই প্রথমে এই ম্যাসেজ শো করে পিসি রিস্টার্ট দিতে বলে-
কখনও আবার পিসি এই ম্যাসেজটি শো করে নিজেই রিস্টার্ট নেয়-
আগে কখনও এমন হয়নি। ইদানীং হচ্ছে। আগে কল অফ ডিউটি মডার্ণ ওয়েলফেয়ার ৪ পর্যন্ত স্মুথলি খেলেছি এই মাদারবোর্ডের বিল্টইন গ্রাফিক্স দিয়ে। কিন্তু এখন এমনি হচ্ছে কেন বুঝতে পারছি না।
আমি যতটুকু জানি এটা ড্রাইভার জনিত সমস্যা হতে পারে। তাই যা করেছি-
- পিসি থেকে পুরনো ড্রাইভার রিমুভ করে নতুন করে সব ড্রাইভার দিয়েছি
- তাতেও কাজ না হওয়ায় নতুন করে OS দিয়ে মাদারবোর্ডের ডিভিডি থেকে ড্রাইভার দিলাম। একই অবস্থা।
- ড্রাইভার প্যাক দিয়ে ট্রাই করলাম। কাজ হল না।
- মাদারবোর্ডের ওয়েবসাইট থেকে নতুন ড্রাইভার নামিয়ে সেটাপ দিলাম। কাজ হল না।
- পুরো পিসি খুলে নতুন করে আবার সবকিছু লাগালাম। কাজ হল না। একই সমস্যা, একই ম্যাসেজ শো করে।
পিসিতে আসলে সমস্যা কি? এটার সমাধান কারও জানা থাকলে জানাবেন প্লিজ...
পিসি কনফিগারেশন
প্রসেসর: কোর আই থ্রি
মাদারবোর্ড: বায়োস্টার H61MLV Ver:7.0
র্যাম: ৪জিবি
হার্ডড্রাইভ: ১ টেরা