টপিকঃ এতো বেশী কপিপেস্ট টপিক কেন?
ফোরামে এখন অনেক কপিপেস্ট টপিক দেখা যাচ্ছে । বিভিন্ন ব্লগ সাইট কিংবা নিউজ সাইটের টপিক কপি করে সরাসরি এখানে পোস্ট করা হচ্ছে । কেউ কেউ ব্লগ থেকে টপিক কপি করে এখানে দেওয়ার আগে সত্যমিথ্যা যাচাইও করে দেখছে না । সত্য কথা বললে আবার সম্মাননা কমিয়ে দিচ্ছে ! এসব কারনে ফোরামটাও ফেসবুকের মতো বিভ্রান্তিকর টপিকে ভরে গেছে! এগুলা খুবই বিরক্তিকর!
ফোরামে এখন বিজ্ঞপ্তি টাইপ টপিকও দেখা যাচ্ছে অনেক!
এই সমস্যা দ্রুত সমাধান করা হোক !