টপিকঃ ভালোবাসাঃ মানে দু'জনের পাগলামি !
ভালোবাসাঃ
নার্সারীঃ
ছেলেঃ তোরে পছন্দ করি ।
মেয়েঃ চকলেট দিমু না । ভাগ ।
ক্লাস টুঃ
ছেলেঃ তোরে পছন্দ করি ।
মেয়েঃ আমার রোল দুই । তোর সাত ।
ভাগ ।
ক্লাস ফোরঃ
ছেলেঃ তোরে পছন্দ করি ।
মেয়েঃ আমি তোর চেয়ে লম্বা । ভাগ ।
ক্লাস সিক্সঃ
ছেলেঃ তোরে পছন্দ করি ।
মেয়েঃ আমি ফাইভে ট্যালেন্টপুলে বৃত্তি পাইছি ।
তুই সাধারণ গ্রেডে । ভাগ ।
ক্লাস এইটঃ
ছেলেঃ তোরে পছন্দ করি ।
মেয়েঃ আমি বড় হইছি । আর তুই ? ভাগ ।
ক্লাস টেনঃ
ছেলেঃ তোরে পছন্দ করি ।
মেয়েঃ ঐ কুত্তা ! তুই না আমার দোস্ত
লাগিস !
কলেজে সেকেন্ড ইয়ারঃ
ছেলেঃ তোরে পছন্দ করি ।
মেয়েঃ আকিব আমার বয়ফ্রেন্ড । ভাগ
বেটা ! এত মজা নিস ক্যান ?
তবু ছেলেটা ভালোবাসা থামায় নি।চুপ
হয়ে গেছে।বিরক্ত
করা ছেড়ে দিয়ে কয়েকদিনের জন্য ডুব
দিয়েছে।
এদিকে মেয়ে ফোন দিতে দিতে ক্লান্ত।
খোঁজ নিয়েও কোন তথ্য না পেয়ে নিজেই
হাজির।
ছেলেঃ তোরে পছন্দ করি ।
মেয়েঃ কুত্তা । পছন্দ করিস
এটা তো আমিও জানি ।
ভালোবাসি কইতে ডরাইস ।
আর ঐ আকিব তো ইন্দুর !
তোরে চেতানোর লাইগা কইছি ।
ছেলেঃ কিন্তু তোরে পছন্দ করি ।
মেয়েঃ তো !
ছেলেঃ ভালোবাসি না তো !
মেয়েঃ থাক গেলাম ।
বাইরে গিয়ে মেয়েটা রিকশা ঠিক
করে উঠতে যাওয়ার আগেই
ছেলেটা রিকশায় উঠে বসে।
মেয়েঃ জুতার বাড়ি দিয়া তোর দাঁত ফালামু
। শালা রিকশা থেকে নাম !
ছেলেঃ তুই এত চেতস ক্যান ।এই নে কান
ধরতাছি । তোরে ভালোবাসি তো !
মেয়েঃ আমি তো জানিই । কিন্তু
ফাইজালামি করার সাহস কই পাইলি ।
আমার লগে প্রেম করলে সকাল বিকাল
থাপ্পর খাবি আর গালি ।
ছেলেঃ লাগবো না তোর ভালোবাসা।
ভাগ !
ছেলেটা নেমে যাওয়ার আগে মেয়েটা ওর
হাত ধরে রিকশায় বসে পড়ে ।
মেয়েঃ তোর তো চিত্কার করে প্রপোজ
করার সাহস নাই ।
ছেলেঃ কেডা কইছে।
মেয়েঃ তুই আকিব্বার চেয়েও মুরগী
ছেলেঃ ঐ মাইর খাবি ? আমার অনেক
সাহস।
মেয়েঃ পারলে জোরে আই লাভ ইয়ু
কইয়া দেখা ।
রিকশার ভেতর থেকে একটা ছেলের আই
লাভ ইউ চিত্কার শুনে পথের লোকজন
একটু তাকাতেই মেয়েটা হেসে উঠলো।
রিকশাটা এগিয়ে যাচ্ছে ।
বারো বছর পর
অবশেষে মেয়েটা প্রথমবারের মত
ছেলেটার কাঁধে মাথা ছোঁয়ালো।
মেয়েটার নরম চুল
এসে এলোমেলো ভাবে ছড়িয়ে পড়েছে ছেলেটার
মুখে।এই একটা মূহুর্তের জন্য
সে আরো বারোটা বছর
অপেক্ষা করতে রাজি ।......................ফেবু থেকে কপি করে শেয়ার করা