টপিকঃ লিনাক্স মিন্ট ব্যাবহার করতে চাই ।

আসসালামু আলায়কুম । সবাইকে আবার ধন্যবাদ দিয়ে সুরু করছি । এটা আমার এই ফোরামে ২য় পোষ্ট ।  neutral যখন থেকে এই ফোরামে আসলাম ভালই লাগে । অনেক অভিঞ্জ ভাই ই আছেন যারা অনেক সুন্দর করে উত্তর করেন । এখন আমি চাচ্ছি যে জানালা ব্যাবহার ছেড়ে কার্নেল লিনাক্সের কোন ভার্সন ব্যবহার করব । কিন্তু আমার মনে একদিক থেকে সাড়া দিচ্ছে না । আমার মনে অনেক প্রস্ন ঘুরছে । সেই গুলা কিছু থেকে কিছুই বুঝতে পারছি না । যেমন লিনাক্স মিন্ট এ কি উইনডোজের মত সফটওয়্যার ব্যাবহার করা যায় কি ? ব্যাবহার করলে লিনাক্সের কোন OS ব্যবহার করলে ভাল হবে ? ঐ OS টা শিখব কিভাবে ? এক কথায় আমি লিনাক্স সম্পর্কে খুব বেশি জানি না । কিন্তু লিনাক্স ব্যাবহার করতে চাচ্ছি ।  আর আমি চাচ্ছিলাম একসঙ্গে ২ টায় os (windows & linux mint) ব্যবহার করতে ।

Re: লিনাক্স মিন্ট ব্যাবহার করতে চাই ।

Way-তো অনেক আছে । লিনাক্স মিন্ট ভালো কিন্তু জানালার উপর কথা নাই । ২ টা OS একসাথে ব্যবহার করা যায় । আবার ভার্চুয়াল বক্স দিয়েও অনেক কাজ সারা যায় । এখন ডুয়্যাল বুট করে 2 টা OS এক pc তে ব্যবহার করা যায় ।
কিন্তু আমার মতে এই কাজটা কোন এক্সপার্ট কে দিয়ে করালে ভাল কারন ভুল করলে হার্ডডিস্কের সব ডাটা মুছে যেতে পারে  hmm আমি এই ভুলের শিকার !!!

Re: লিনাক্স মিন্ট ব্যাবহার করতে চাই ।

আমাকে কোথাও পাবেন না।

সর্বশেষ সম্পাদনা করেছেন nhosen2 (২২-০৮-২০১৪ ১১:০৪)

Re: লিনাক্স মিন্ট ব্যাবহার করতে চাই ।

Re: লিনাক্স মিন্ট ব্যাবহার করতে চাই ।

সর্বশেষ সম্পাদনা করেছেন পলাশ মাহমুদ (২২-০৮-২০১৪ ১১:৫৫)

Re: লিনাক্স মিন্ট ব্যাবহার করতে চাই ।

আমাকে কোথাও পাবেন না।

Re: লিনাক্স মিন্ট ব্যাবহার করতে চাই ।

একটা কথা ভার্চুয়াল বক্সে গ্রাফিক্স মেমোরি সর্বোচ্চ ২৫৬mb ব্যবহার করা যায় ... তাই গ্রাফিক্সের কাজ করতে চাইলে ভার্চুয়াল বক্স না ব্যবহার করাই ভালো  smile

Re: লিনাক্স মিন্ট ব্যাবহার করতে চাই ।

Re: লিনাক্স মিন্ট ব্যাবহার করতে চাই ।

১০ সর্বশেষ সম্পাদনা করেছেন সাইফুল_বিডি (২৩-০৮-২০১৪ ০১:৪৭)

Re: লিনাক্স মিন্ট ব্যাবহার করতে চাই ।

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

১১

Re: লিনাক্স মিন্ট ব্যাবহার করতে চাই ।