টপিকঃ সাত সাতটা গোল
এতদিন পরেও কষ্ট টা ভুলতে পারছিনা। আর ভুলবোই বা কি করে, এতগুলো গোল কি আর ভোলা যায়। হ্যা, ব্রাজিল সাপোর্ট করতাম। ভেবেছিলাম সেমিফাইনাল টা ব্রাজিল জিতবে আর ফাইনালে দুই ফেভারিট দল আর্জেন্টিনা বনাম ব্রাজিল খেলবে। কিন্তু তা আর হল না সেমিফাইনালেই সেভেন আপ খেয়ে ফেলল। একটা নয় দুইটা নয় সাত সাতটা গোল এটা ভোলা কি সম্ভব।