টপিকঃ হাসতে থাকুন..... হা! হা!
1. ৮০ বছরের দাদা আর দাদী তাদের যৌবন কালের স্মৃতিতে ফিরে যাওয়ার কথা চিন্তা করলো।
পরের দিন, দাদা ফুল হাতে সেইখানে চলে গেলো। যেখানে তারা যৌবন কালে প্রথম দেখা করছে। দাঁড়িয়ে থাকতে থাকতে দাদার পা ব্যথা হয়ে গেলো কিন্তু দাদী আসলো না।
- দাদা বাড়িতে ফিরে গিয়ে রেগে গিয়ে বলল, "তুমি আসলে না কেন??"
- দাদী লজ্জা পেয়ে বলল, "আম্মু আসতে দেয় নাই।
2. একটা অ্যাক্সিডেন্ট হল। অনেক ভিড় জমা হয়ে গেল। আবুল দেখতে পারছিল না কিছু। তাই সে হঠাৎ চিৎকার করে বলে উঠলো, "এইডা তো আমার বাপ ছিল! "
.
.
ভিড় সরে গেল।
.
সামনে এগিয়ে যেয়ে দেখল- একটা কুকুর মরে পড়ে রয়েছে।
3. আবুল বাংলা পরীক্ষা দিতে গেছে। পরীক্ষায় রচনা আসছে - "লুঙ্গি", মার্কসঃ ২o, সময়ঃ ১ ঘন্টা।
আবুল লিখতে শুরু করল:-
# ভূমিকা-
লুঙ্গীএকটি বিপজ্জনক বাঙালী পোশাক, যদিও এটার ভেন্টিলেশন সিস্টেম অত্যন্ত চমৎকার। সুন্দর বায়ুপ্রবাহ ভিতরের পরিবেশ ও জীবজন্তুকে সবসময় ঠান্ডা ও প্রফুল্ল রাখে। আবার মাঝে মাঝে অতিরিক্ত বায়ুপ্রবাহ ভিতরের সবকিছু সবার নজরে নিয়ে আসতে পারে। তা অন্য সবার জন্য একটা রোমাঞ্চকর ব্যাপার হলেও, ভুক্তভোগীর কাছে তা খুবই লজ্জার ও অপমানকর। এর বাধন বা গিট্টু অত্যন্ত শৈল্পিক একটা ব্যাপার, অনেকেই মাঝে মাঝে সকালে ঘুম থেকে উঠে লুঙ্গী বাবাজির খোজ পাননা, তাই সাবধান...!!! লুঙ্গি ভালো করে গিট্টু দিতে হবে, লুঙ্গির গিট্টু দেয়া আমাদের সবাইকে সঠিকভাবে শিখতে হবে আর মনে রাখতে হবে, ''একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না''''
# বিবরন-
জীবনেরপ্রথম যেদিন লুঙ্গী পরে ঘুমাতে যাই সকালে দেখি লুঙ্গী নাই। হায়! হায়! লুঙ্গী কই? পরে পাইলাম খাটের নিচে। ২য় দিন তাই হল, লুঙ্গী পরে ঘুমায়ছি ঘুম থেকে উঠছি কিন্তু চোখে কিছু দেখছি না। হায়! হায়! আমি চোখে দেখছি না কেনো? ভাল করে লক্ষ করলাম চোখে না দেখার রহস্য উদঘাটন করলাম। রহস্য হলো, লুঙ্গীর জন্য আমি দেখতে পাচ্ছি না!!
# উপসংহার-
কপালএবং লুঙ্গীর মধ্যে মিল ও অমিল দুটোই আছে| #মিলঃ-দুটোই যে কোন সময় খুলে যেতে পারে!!! #
অমিলঃকপাল খুললে পৌষমাস, আর লুঙ্গি খুললে সর্বনাশ।।।