টপিকঃ পিসি নিয়ে সমস্যায় আছি... প্লিজ হেল্প....
গতকাল একটা অদ্ভূদ সমস্যায় পড়লাম।
বাসার কোরআই থ্রি পিসিটা অনেকদিন ধরে ধুলোবালি পরিস্কার করা হয় না। পিসিটার বয়সও বছর দেড়েকের মত। তাই পুরো পিসিটা খুলে (প্রসেসরসহ) ধুলোবালি পরিস্কার করলাম। পরে পিসিটা আগেরমত ঠিকঠাকভাবে লাগিয়ে পাওয়ার দিতে গেলেই পাওয়ার পায়, কুলিং ফ্যান ঘুরে, কিন্তু সাথে সাথে কন্ট্রিনিউ একটা আওয়াজ হতে থাকে। আওয়াজ থামেই না। যাকে লং বিপ বলে হয়ত। প্রসেরখুলে, র্যাম খুলে, পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে পর্যন্ত অনেকবার ট্রাই করেছি, এই শব্দ থামে না, মনিটরে ডিসপ্লে তো আসেই না। অনেকটা ভয়ের মধ্যে আছি.... কি সমস্যা হল বুঝতে পারছি না..... প্লিজ হেল্প মি....
কনফিগারেশন
প্রসেসর: কোর আই থ্রি
মাদারবোর্ড: বায়োস্টার H61MLV
র্যাম: ৪জিবি
গ্রাফিক্স: ১ জিবি (গিগাবাইট)
হার্ডড্রাইভ: ১ টেরা