টপিকঃ ব্রন সমস্যা দূর করার হারবাল সমাধান চাই
আমার ছোট ভাইটার (বয়স -১৭) মুখে ব্রন উঠে একেবারে ভরে গিয়েছে। অনেকদিন হলো। কয়েক মাস বলা চলে। ডাক্তার দেখিয়েছে। ডাক্তার একটা সাবান দিয়ে মুখ ধুতে বলেছিলো। সাবান দিয়ে মুখ ধোয়ার পরে তার সমস্যা আরো বেড়েছে। এখন কালো মেছতা পড়ে গেছে। দেখতে যে কি খারাপ লাগছে। চেহারা একেবারে কালো হয়ে ব্রনে ভরে গেছে দুই গাল ও কপাল। সে তো চিল্লাচিল্লি করে বাসায় আব্বা আম্মার ঘুম হারাম করে দিয়েছে। এখন কি করা যায়?