টপিকঃ গ্রাফিক্সকার্ডের আজব সমস্যা !!!

Nvidia Gigabyte Gforce 220 1GB গ্রাফিক্সকার্ডটা গত কয়েকদিন ধরে ঝামেলা দিচ্ছে খুব। হঠাৎ করে মনিটরে ডিসপ্লে আসে না। মানে রানিং থাকলে ভালভাবেই চলে কিন্তু পিসি বন্ধ করে আবার চালু করলেই মনিটরে ডিসপ্লে আসে না (মনিটর সিআরটি)। পরে গ্রাফিক্সকার্ড থেকে ভিজিএ ক্যাবল খুলে নাড়াছাড়া দিয়ে অনেকক্ষণ গুতাগুতি করলে আবার ডিসপ্লে আসে। পরে আবারও একই অবস্থা! কার্ড খুলে পুরো পরিস্কার করা হয়েছে। যে সময় মনিটরে ডিসপ্লে আসে না তখনও কার্ড রানিং থাকে। অন্য পিসিতে লাগিয়ে দেখেছি একই অবস্থা।

মনিটরের ভিজিএ ক্যাবল ঠিক অাছে, কারণ এই ক্যাবল মাদারবোর্ডের ভিজিএ পোর্টে লাগালে ঠিকঠাকভাবেই কাজ করে; পিসি ভালভাবে রান করে । এই আজব সমস্যার সমাধান চাই।

Re: গ্রাফিক্সকার্ডের আজব সমস্যা !!!

একটা রিস্ক নিতে পারেন যদি জাম্পার ইউজ করতে পারেন । মাদারবোর্ড এর বায়স এ গিয়ে গ্রাফিক্স সাপোর্ট অটো না দিয়ে অনলি এক্সটারনাল গ্রাফিক্স কার্ড সিলেক্ট করুন । তাহলে যদি ঠিক হয় ...

Re: গ্রাফিক্সকার্ডের আজব সমস্যা !!!

Re: গ্রাফিক্সকার্ডের আজব সমস্যা !!!

Re: গ্রাফিক্সকার্ডের আজব সমস্যা !!!

Re: গ্রাফিক্সকার্ডের আজব সমস্যা !!!

বায়স এ গিয়ে সেটীংস্টা চেঞ্জ করলে আপনার ইন্টারনাল গ্রাফিক্স কার্ড কাজ করবে না । তখন যদি আপনার এক্সটার্নাল গ্রাফিক্স কার্ডও না কাজ করে তখন জাম্পার দিয়ে বায়স রেসেট করতে হবে । এটা কঠিন কাজ না তবে আপনি এ ব্যাপারে নিউ হলে না করাই ভালো ।

আশ্চর্য ব্যাপার হলো নেটে দেখি আপনার জিপিউ এর জন্য ৫০০ ওয়াটই যথেষ্ট !

এখন যেটা গুরুত্বপুর্ন এবং সবচেয়ে সহজ কাজ তা হলো দোকানে নিয়ে যাওয়া যদি ওয়ারেন্টি থাকে । আর তা না হলেও দোকানে নিতে হবে কারন আমার এনভিডীয়াতেও একই রকম সমস্যা করেছিল এবং আমি গুরুত্ব না দেওয়ায় সেটা নষ্টই হয়ে যায়  sad

Re: গ্রাফিক্সকার্ডের আজব সমস্যা !!!

হ্যাঁ, এটার জন্য মিনিমাম ৪৪০ ওয়াট হলেই হয়, এটা ওদের ওয়েবসাইটেই দেওয়া। এতদিন ভালভাবেই চলছে আমার ৫০০ ওয়াট দিয়ে। এখন যে কেন.....

ওয়ারেন্টি নেই। এক বছর হয়ে গেছে। দোকানে নিয়ে গেলে কি এই সমস্যার সমাধান হবে? ঢাকায় কোথায় নিয়ে গেলে ভাল হয়?

Re: গ্রাফিক্সকার্ডের আজব সমস্যা !!!

হার্ডওয়্যারের সমস্যার জন্য দোকান ছাড়া গতি নেই । আর সত্যি কথা বলতে আমার গ্রাফিক্স কার্ড নষ্ট হয়েছে অনেকদিন আগে আর অনেকদিন হয়ে কম্পিউটার বাজার নিয়ে খবর রাখি না । তাই ঠিক করে কিছু বলতে পারবো না তবে যেহেতু গিগাবাইট এর গ্রাফিক্স কার্ড তাই গিগাবাইটের কোন কেয়ার সেন্টার থাকলে সেখানেই নিয়ে যাওয়া ভালো ।

Re: গ্রাফিক্সকার্ডের আজব সমস্যা !!!

গ্রাফিক্স কার্ড নষ্ট হবার সম্ভাবনা বেশি। কয় বছর ব্যাবহার করেন?

১০

Re: গ্রাফিক্সকার্ডের আজব সমস্যা !!!