টপিকঃ গ্রাফিক্সকার্ডের আজব সমস্যা !!!
Nvidia Gigabyte Gforce 220 1GB গ্রাফিক্সকার্ডটা গত কয়েকদিন ধরে ঝামেলা দিচ্ছে খুব। হঠাৎ করে মনিটরে ডিসপ্লে আসে না। মানে রানিং থাকলে ভালভাবেই চলে কিন্তু পিসি বন্ধ করে আবার চালু করলেই মনিটরে ডিসপ্লে আসে না (মনিটর সিআরটি)। পরে গ্রাফিক্সকার্ড থেকে ভিজিএ ক্যাবল খুলে নাড়াছাড়া দিয়ে অনেকক্ষণ গুতাগুতি করলে আবার ডিসপ্লে আসে। পরে আবারও একই অবস্থা! কার্ড খুলে পুরো পরিস্কার করা হয়েছে। যে সময় মনিটরে ডিসপ্লে আসে না তখনও কার্ড রানিং থাকে। অন্য পিসিতে লাগিয়ে দেখেছি একই অবস্থা।
মনিটরের ভিজিএ ক্যাবল ঠিক অাছে, কারণ এই ক্যাবল মাদারবোর্ডের ভিজিএ পোর্টে লাগালে ঠিকঠাকভাবেই কাজ করে; পিসি ভালভাবে রান করে । এই আজব সমস্যার সমাধান চাই।