টপিকঃ জানতে চাই

আমার ছোট ভাই সামনে এইচ এস সি দিবে। তবে সে জানেনা পদার্থ,রসায়ন ও বাইলোজিতে কত তে পাস করতে হবে। এবছর পদার্থ,রসায়ন ও বাইলোজিতে শুধু ৩৩ পাইলেই পাস করে দিছে। এটা কি প্যাকটিকাল সহ ৩৩ পেলে পাস নাকি প্যাকটিকেল ছাড়া ৩৩ পেত হবে? তবে আগে আলাদা ভাবে পাসের নিয়ম ছিল। আলাদা ভাবে পাস করতে গেলে লিখিত ৪০ এ কত পেলে পাস? একটু জানাবেন।

Re: জানতে চাই

প্রাকটিকেল সহ ৩৩।আর ৪০সে ১৪ পাইলেই পাস।

মামা চিন্তায় আর ঘুম আসছে না।