টপিকঃ Mac OS X Tips & Tricks
Mac OS X Dock Customisation
ওএস টেনের ডক-টা বাই ডিফল্ট স্কৃণের নীচের দিকে থাকেঃ
প্রচুর স্কৃণস্পেস খেয়ে ফেলে এই জিনিস। বিশেষ করে 16:9 মনিটরগুলোতে এমনিতেই ভার্টিকাল রিয়েল এস্টেট কম থাকে, উপরন্তু ডকের কারণে বেশ কিছু জমি জবরদখল হয়ে যায়। ওই ভূমিদস্যু ব্যাটাকে উৎখাত করতেই হবে!
আমি ডক উইণ্ডো সাধারণতঃ স্কৃণের বাম দিকে সরিয়ে রাখিঃ
বাম দিকে ওরিয়েন্ট করার কারণঃ ডান দিকে এ্যাপগুলোর ভার্টিকাল স্ক্রলবার থাকে, তাই স্ক্রল করতে গিয়ে অনেক সময় ভুলে ডকের ওপর মাউসের হামলা হয়ে যেতে পারে।
এছাড়া, আরো বেশি স্কৃণ এস্টেট পাওয়ার জন্য ডক-টি হিডেন করে রাখি - মাউস কার্সর স্কৃণের নির্দিষ্ট পাশে আনলে তখন ডকটি ভিজিবল হবে। Cmd+Opt+D চেপে ডক উইণ্ডোটি হিডেন ও ভিজিবল করতে পারবেন। উপরের মেনুটাতেও দেখুন একই কাজ করার অপশন আছে।
এছাড়া, ডিফল্ট ডকটি সাইযে বেশ বেঢপ আকারের। বিশেষ করে 14" হ্যাকিণ্টোশ ল্যাপীর 1366*768 রেজুলুশনে জাম্বুবান দেখায় (ওএস টেন মূলতঃ এ্যাপলের রেটিনা/হাইরেজ ডিসপ্লের জন্য অপ্টিমাইজড করা থাকে)। তাই ডক উইণ্ডোটা একটু ছোট করেছি, এছাড়া ম্যাগনিফিকেশন ব্যবহার করে মাউসের তলার আইকনটা যুম করেছি। আমার ডক সেটিংসঃ
পিএসঃ উইণ্ডোজ ও লিনাক্সের ডক-গুলোতেও প্রায় হুবহু একই সেটিংস, ওরিয়েন্টেশন ব্যবহার করি।
বাই ডিফল্ট, হিডেন ডক উইণ্ডো-টা বেশ অলস প্রকৃতির; মাউস হোভারে ভিজিবল হতে একটু দেরী করে। এ্যানিমেশন সেটিংস পাল্টে দিয়ে হোঁদল কুতকুত ডক-টাকে স্লিম এ্যাণ্ড টৃম বানানো যায় খুব সহজেই।
terminal এ্যাপ ওপেন করুন। কমাণ্ড লাইনে নীচের লাইনগুলো কপি পেস্ট করতে হবেঃ
Custom delay time
স্কৃণ এজ-এ মাউস হোভার করার পরে খানিকটা সময় লেগে যায় ডক-এর চেহারা প্রদর্শন করতে। অটোহাইড ডিলে টাইম কমিয়ে দিয়ে ডকের ঘুম থেকে জেগে ওঠার সময়টুকু কমিয়ে দেয়া যায়ঃ
defaults write com.apple.Dock autohide-delay -float 0.1
এখানে 0.1 সেকেণ্ড ব্যবহার করেছি। আপনি চাইলে 0 করে (কিংবা বাড়িয়ে) দিতে পারেন (ব্যক্তিগতভাবে 0.1-টাই আমার কাছে ভালো লাগছে)
Custom animation speed
ঘুম থেকে তাড়াতাড়ি ডেকে তোলা হলো, কিন্তু ব্যাটা হোঁদল কুতকুত ডক নড়াচড়া করতে বেশি টাইম নেয়। এ্যানিমেশন স্পীডের ডিউরেশন কমিয়ে দিয়ে তাকে ফাস্ট এ্যাণ্ড ফিউরিয়াস করা যাবে নীচের কমাণ্ডটি দিয়েঃ
defaults write com.apple.dock autohide-time-modifier -float 0.3
0.3 সেকেণ্ড ডিলে-তে আমার কাজ চলে যাচ্ছে। এক্সপেরিমেণ্ট করে আপনার পছন্দসই স্পীড নির্ণয় করুন।
সেটিংস-গুলো তো পরিবর্তন করলেন... খেয়াল করেছেন নিশ্চয়ই ডকের কোনো ভ্রুক্ষেপই নেই, থোড়াই কেয়ার করছে ব্যাটা আপনার কষ্টদায়ক টার্মিনালে অধঃপতন।
ব্রাশ ফায়ারে ম্যাসাকার করে ফেলুন সবক'টা শালাকেঃ
killall Dock
নতুন, সেক্সী ডকের পুনরুত্থান ঘটবে... হালে লুইয়া!
আপনার ম্যাক সম্পর্কিত টিপস/টৃক্স/কাস্টোমাইজেশন ইত্যাদি এই টপিকে ডাম্প করতে ভুলবেন না।