টপিকঃ আমার গেমিং জীবন ( তার-ছেড়া-কাউয়া এর টপিক থেকে অনুপ্রাণিত হয়ে)
**ছোট ছোট আপডেটে রোমন্থন এগুবে। সবার সহযোগিতা আর অভিমত কামনা করছি।
১.
তখন ক্লাস ফাইভে পড়ি। আমাকে মুসলমানি(খৎনা) করানো হল, ঘর থেকে বের হওয়া বন্ধ। বের না হতে পারলেও মন খারাপ হল না, কারন হাতে এলো একটা ভিডিও গেম। পেনসিল ব্যাটারীর সাহায্যে চলে এইটা।আমি বেজায় খুশি। কারন, সারাদিন ভিডিও গেম খেললেও আম্মা কিছু বলছে না। এ থেকে জেড পর্যন্ত মোট ২৬টা গেম। প্রথম দিকের গুলা মারামারি, গোলাগুলি তবে এইচ বা আই,জে,কে থেকেই বিল্ডিং গেম। দিন রাত খেলতে খেলতে আমি ব্যাটারি শেষ করে ফেলি, আবার কিনি। ব্যাটারি কেনার টাকা খুজতে গেলেই আম্মার হাতে মাইর খাই। ওই আমার প্রথম গেমিং।
***
আমাদের কুমিল্লার বিখ্যাত ভিডিও গেমের আখড়া হল শাপলা মার্কেট।কুমিল্লা শহরে বড় হইছে,অথচ শাপলা মার্কেটে যায় নাই এমন পোলাপাইন কমই আছে।সেভেন এইটের দিকেই ওইখানে যাওয়া শুরু।এলাকার দোকানে প্র্যাকটিস করলেও ঝানু গেমাররা এখানেই কিং অফ ফাইটার চ্যালেন্জ কিংবা টুর্নামেন্ট খেলে।তাদের সামনে আমরা দুধভাত। আমি আর সানি তাই খেলতাম মোস্তফা। ওইখানেও ঝানুদের রাজনীতি। কসাই আসলে গার্ড দেয় না, সব খাবার একলাই খায়...।তাই আমরা গেম ওভার নিতাম। শাপলা মার্কেটে গেম ওভার নিত ছয় টাকা॥
(চলবে)