টপিকঃ উইন্ডোজে আলাদা আলাদা একাউন্টে আলাদা ভলিউম কন্ট্রোলার দরকার

আমি উইন্ডোজ ৮.১ আপডেট ১ চালাচ্ছি big_smile আমি সবসময় পিসিতে হেডফোন ব্যবহার করি, আমার নিজের একাউন্টে (মাইক্রোসফট এডমিনিস্ট্রেটর একাউন্ট) আমি ভলিউম সবসময় যেটা রাখি আমার বোন তার একাউন্টে (লোকাল একাউন্ট) সেটা নিয়ে হয় অনেক বাড়িয়ে গান শুনবে না হয় একেবারে কম করে রাখবে। বিষয়টা মাঝে মাঝে প্রচণ্ড বিরক্তিকর হয়ে উঠছে।

উইন্ডোজে যেমন আলাদা আলাদা একাউন্টে আমরা ওয়ালপেপার সহ আর সব কিছুই নিজেদের মতো কাস্টমাইজ করে নিচ্ছি যে যার মতো, সেরকম কি ভলিউম অপশনটা কাস্টমাইজ করা সম্ভব, যাতে সে তার একাউন্টে যতো ভলিউম বাড়াবে বা কমাবে তা আমার একাউন্টে এফেক্ট করবে না  hug

সবাইকে অগ্রীম ধন্যবাদ smile