টপিকঃ কম্পিউটার কিনবো

অনেক চিন্তাভাবনার পর সিদ্ধান্ত নিলাম যে এই জিনিসগুলো কিনবো।
মাদারবোর্ড : গিগাবাইট ৮১ সিরিজ। ৪র্থ প্রজন্ম।
প্রসেসর: Core i3 4130 (3.40 ghz) (4th generation)
যেহেতু আমি ওয়ার্ড,এক্সেল,HTM,গান,মুভি,গেম ইত্যাদি করতে চাই তাই এটাই কিনবো।
আপনারা বলেন এটা কেমন হবে?

Re: কম্পিউটার কিনবো

ভালো হবে বলে মনে হচ্ছে

Re: কম্পিউটার কিনবো

ভালো

Re: কম্পিউটার কিনবো

একটা ভাল পাওয়ার সাপ্লাই কিনে নিয়েন। পরবর্তীতে আপগ্রেড করলে কিংবা এক্সট্রা হার্ডডিস্ক, গ্রাফিক্স কার্ড, রম ইত্যাদি লাগালে সমস্যা হবে।

মিনহাজুল হক শাওন'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত