টপিকঃ এসেছে জনপ্রিয় আভাস্ট এন্টিভাইরাসের নতুন সংস্করণ, আভাস্ট ৪.৮
কিছুদিন আগে(মার্চ ২৯, ২০০৮) রিলিজ হয়েছে জনপ্রিয় ফ্রি এন্টিভাইরাস আভাস্টের নতুন সংস্করণ, আভাস্ট ৪.৮। এতে বেশ বড় ধরনের কিছু পরিবর্তন আনা হয়েছে এবং চমৎকার কিছু ফিচার সংযুক্ত করা হয়েছে, যার ফলে এটি আগের চেয়েও অনেক বেশি নিরাপত্তা দেবে এবং অপারেটিং সিস্টেম ও গুরুত্বপূর্ণ ফাইলসমূহকে ভাইরাস ও অন্যান্য ক্ষতিকারক প্রোগ্রামের হাত থেকে নিরাপদ রাখবে।
নতুন ভার্সনের বিশেষ সুবিধাগুলো সংক্ষেপে বর্ণনা করছিঃ
১। এন্টি-রুটকিট প্রটেকশনঃ রুটকিট হচ্ছে বিশেষ ধরণের একটি প্রোগ্রাম যেটি ব্যবহারকারীর অগোচরেই চালু হয়ে সরাসরি সিস্টেম ফাইলগুলোতে আঘাত হানে। হ্যাকাররা রুটকিট প্রোগ্রামের সাহায্যে ইন্টারনেটের সাথে সংযুক্ত দূরবর্তী কোন কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারে এবং গুরুত্বপূর্ণ ফাইল মুছে দিতে পারে।
আভাস্টের নতুন সংস্করণে রুটকিট হতে সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। ফলে রুটকিট প্রোগ্রামগুলো থেকে কম্পিউটার অনেকাংশে ঝুঁকিমুক্ত থাকবে।
২। এন্টি-স্পাইওয়্যার প্রোটেকশনঃ আভাস্টের নতুন সংস্করণে এন্টি-স্পাইওয়্যার সংযুক্ত করা হয়েছে। ফলে স্পাইওয়্যারের বিরুদ্ধে নিরাপত্তার জন্য আলাদা কোন এন্টি-স্পাইওয়্যারের প্রয়োজন পরবে না, শুধুমাত্র আভাস্ট ইন্সটল করা থাকলেই সবধরণের ক্ষতিকারক প্রোগ্রাম হতে নিরাপদ থাকবেন...।
৩। সেল্ফ ডিফেন্স(আত্মরক্ষা): বর্তমানে বিভিন্ন ভাইরাস বা স্পাইওয়্যার সক্রিয় হয়েই প্রথমে এন্টিভাইরাসের প্রসেসটি বন্ধ করে দেয়। ফলে কম্পিউটারের সুরক্ষাব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং এরপর ভাইরাসগুলো নিশ্চিন্তে আক্রমণ শুরু করে।
নতুন সংস্করণে আভাস্ট এন্টিভাইরাসের প্রসেসগুলো যাতে বন্ধ না হয় সেজন্যে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। অবশ্য ব্যবহারকারি চাইলে এ ব্যবস্থাটি বন্ধ রাখতে পারেন।
৪। উন্নততর বুট-টাইম স্ক্যানঃ নতুন সংস্করণে বুট টাইম স্ক্যানারকে আরও উন্নত এবং কার্যকরি করা হয়েছে। আভাস্টের আগের ভার্সনের বুট টাইম স্ক্যানারে কিছু ভাইরাস আক্রান্ত ফাইল মুছে ফেলতে সমস্যা হত, বর্তমান ভার্সনে সমস্যাটি দূর করা হয়েছে।
৫। উন্নততর আপডেট ম্যানেজারঃ নতুন ভার্সনের আপডেট ম্যানেজারটি আগেরটির চাইতে অনেক দ্রুততার সাথে সর্বশেষ আপডেটেড প্যাকেজগুলো ডাউনলোড করতে পারবে। বিশেষ করে ভাইরাস ডেফিনিশন আপডেট আগের চাইতে অনেক দ্রুত হবে।
৬। স্ক্যান প্রোগ্রেস প্রদর্শনঃ আভাস্টের পূর্ববর্তী ভার্সনের অন্যতম প্রধান যে সমস্যাটি ছিল সেটি হল ম্যানুয়াল স্ক্যান এর সময় কতদূর বা কত পার্সেন্ট স্ক্যান সম্পন্ন হয়েছে তা প্রদর্শন করত না, ফলে স্ক্যান শেষ হতে কত সময় লাগবে বুঝতে অসুবিধা হত। আভাস্টের নতুন ভার্সনে এ সুবিধাটি যোগ করা হয়েছে, ফলে সহজেই বোঝা যাবে কত পার্সেন্ট স্ক্যান হয়েছে এবং আর কতটুকু স্ক্যান করা বাকি আছে।
আভাস্ট এন্টিভাইরাস এর সর্বশেষ সংস্করণ ডাউনলোড করতে পারবেন এই লিঙ্ক থেকে...
উপরে বর্ণিত ফিচারগুলো ছাড়াও আরও অনেক সংযোজন এবং পরিমার্জন আনা হয়েছে নতুন ভার্সনে। এ সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্কটি দেখুন...।
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ক্ষ ড় ঢ় য়
ৎ ং ঃ ঁ