সর্বশেষ সম্পাদনা করেছেন মেরাজ০৭ (০২-০৮-২০১৪ ১৫:৪০)

টপিকঃ "Quantum Vacuum Plasma Thrusters" জ্বালানী বিহীন ধাক্কা

Re: "Quantum Vacuum Plasma Thrusters" জ্বালানী বিহীন ধাক্কা

তথ্যটি শেয়ারের জন্য ধন্যবাদ ৷

সর্বশেষ সম্পাদনা করেছেন সদস্য_১ (০২-০৮-২০১৪ ২০:৫৫)

Re: "Quantum Vacuum Plasma Thrusters" জ্বালানী বিহীন ধাক্কা

ইলেক্ট্রিক প্রপেলশন সিস্টেম নতুন কিছু না। এটা নিয়ে গবেশনা শুরু হয়েছে ক্যামিক্যল রকেটের সাথেসাথেই। সাইন্সফিকশনে ব্লু রংয়ের থ্রার্স্ট ইঞ্জিন কোথাথেকে আসে বলে মনে করেন  tongue_smile

ইলেক্ট্রিক প্রপেলশন ইঞ্জিন দিয়ে বানানো প্রথম বড় মাপের রকেট ছিল SERT-1 সেই ১৯৬৪ সালে! এই পেপারটার আগামাথা বুঝলামনা। ব্যাপারটা জোক নাকি  thinking অন্যান প্রচলিত ইলেক্টিক প্রপেলশানের থ্রার্স্ট বরং এর চেয়ে হাজার গুন বেশী যেমন আয়ন থার্স্টার, হল ইফেক্ট থ্রার্স্টার ... টিপিকাল হলইফেক্ট থ্রার্স্টারে ধাক্কা প্রায় আধা নিউটন (৫০ মাইক্রোনিউটনের ১০,০০০ গুন!)।

এই সিস্টেমের একমাত্র সমস্যা হল এর থ্রার্স্ট (ঠেলা !) কম। ৩০-৫০ মাইক্রো নিউটন যে কত খানি কম সেটা কি অনুধাবন করতে পারছেন? একটা পাতলা লেটারসাইজ (দেশের জন্য A4 tongue )  কাগজের পাতার মোটামুটি ভর ৫ গ্রাম। অতএব এই পাতাটাকে মাটি থেকে উপরে তুলতে ~ ৫০ মিলি নিউটন থ্রার্স্ট লাগবে। মানে আপনার ছবিতে দেয়া ১০০০ টা ইঞ্জিন দিয়ে এক পাতা কাগজ কে মাটি থেকে উপরে তোলতে পারবেন! এবার স্টারসীপ এন্টারপ্রাইজ... ইন্টারস্টেলার ট্রাভেল! দিল্লি বহু দুর!  kidding

একসময় ইলেক্ট্রিক প্রপেলশন নিয়ে আমার বিস্তর আগ্রহ ছিল। এই ফিল্ডে কোন উন্নতিই হচ্ছেনা। হবে কোত্থেকে... এই ফিল্ডেতো আমারা টাকাই ব্যায় করছিনা। আমাদের সব টাকাপয়সা আমরা(মানবজাতি) ব্যায় করছি একে অপরকে মারার জন্য (যুদ্ধ)! যতদিন আমাদের এই মানসিকতার পরিবর্তন না হবে ততদিন এন্টারপ্রাইজের কথা ভুলে যান।

Re: "Quantum Vacuum Plasma Thrusters" জ্বালানী বিহীন ধাক্কা

Re: "Quantum Vacuum Plasma Thrusters" জ্বালানী বিহীন ধাক্কা

ইনভার ভাই কই  tongue

মুইছা দিলাম। আমি ভীত !!!

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন Roadrunner (০৩-০৮-২০১৪ ০০:২৫)

Re: "Quantum Vacuum Plasma Thrusters" জ্বালানী বিহীন ধাক্কা