টপিকঃ শত সেন্চুরীর মাঝে মহান এক সেন্চুরী।
সাকিবুল হাসান।
১০৮ রান ১২০ বল (শত সেন্চুরীর চেয়েও মহান এক সেন্চুরী )
তামিম + জুনাইদ + আফতাব + আশরাফুল = ১০ + ০ + ০ + ৪ = ১৪
আর বাকি ৬ জন মিলে ২১০-১৪ = ১৯৬ রান করেছে।
মাশরাফি করেছে ৩৪
সাকিব + মাশরাফি = ১৪২ রান করেছে।
বাঁকি ৮ জন ২১০-১৪২ = ৬৮ রান করেছে।
ফ্লপ ৪ জন টপ অর্ডার ব্যাটসম্যান + ৪ জন টেইলএন্ডার (আমাশয় এর রোগীরা )
এ ম্যাচ সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি?
সাকিবুলের সেন্চুরীকে কিভাবে মুল্যায়ন করবেন?