টপিকঃ প্রিন্টার, স্ক্যানার কেনার ব্যাপারে হেল্প চাই
আমাকে কেউ বলতে পারেন নিচের বিষয় গুলি সম্পর্কে,
১) আলাদা আলাদা ভাবে প্রিন্টার , স্ক্যানার, আলাদা আলাদা কেনা ভালো নাকি প্রিন্টার+ স্ক্যানার এক সাথে কেনা ভালো? সেক্ষেত্রে আলাদা আলাদা ভাবে কিনলে কেমন দাম পরবে আর একসাথে কিনতে গেলে কেমন দাম পরবে?
২) প্রিন্টার+ স্ক্যানার+ফটোকপিয়ার এটার মানে একটার ভিতর আমি ৩ টা করতে পারব? মানে এটাতে কি ফটোকপি ও করা যাবে? আমি এই বিষয়ে খুব অজ্ঞ, ফটোকপি এক একটা মেশিন এর নতুন দাম তো অনেক ৭০-১ লাখ উপরে, সেক্ষেত্রে প্রিন্টার+ স্ক্যানার+ফটোকপিয়ার এক সাথে কিনলে দাম কেমন পরবে, আর আলাদা কেনা ভালো নাকি এক সাথে কেনা বেশী সুবিধা, একটু বুঝিয়ে বলতে পারেন কি কেউ?
৩) প্রিন্টার, স্ক্যানার, ফটোকপিয়ার এগুলা কিনতে গেলে কোন ব্রান্ড এবং কোন মডেল আপনি আমাকে সাজেস্ট করবেন? এবং কেনার সময় কি কি জিনিষ এর প্রতি লক্ষ্য রাখা উচিত? কোন লিঙ্ক অথবা সাইট এর অ্যাড্রেস দিতে পারেন যেখানে দাম, এবং উপরোক্ত পণ্য সম্পর্কে ভালো মন্দ ধারনা পেতে পারি?
বিঃ দ্রঃ- মুলত আমি একটা দোকান দিতে ইচ্ছুক , যেখানে কম্পোজ, ছবি থেকে ছবি ওয়াশ, ফটোকপি, ফাক্স ইত্যাদি থাকবে, আমি এ ব্যাপারে খুব এ অজ্ঞ, দয়া করে এই সম্পর্কে যে ভাই যত তুক জানেন, ততোটুক বুঝিয়ে বললেই খুব এ উপকৃত হতাম। সবাইকে ঈদ এর শুভেচ্ছা