টপিকঃ যেকোনো কিছু 3D প্রিন্ট করুন আমাজনের মাধ্যমে
আমাজন এখন আপনার জন্যে নিয়ে এসেছে 3D প্রিন্টেড জিনিষপত্র। এখন আপনি আপনার পছন্দমত জিনিষ 3D প্রিন্ট করে কিন্তে পারবেন।
তারা বর্তমানে 3D প্রিন্টেড আইফোন কভার, জুয়েলারী, ঘর সাজানোর জিনিষ, খেলনা এবং অন্যান্য জিনিষ প্রিন্ট করে দিচ্ছে ৯-১০০$ এর মধ্যে।
আমাজন এগুলো বিভিন্ন 3d প্রিন্টার ফার্ম থেকে প্রিন্ট করিয়ে এনে বিক্রি করে।