টপিকঃ হায় ! আমার ৮ জিবি ম্যামোরি কার্ডটার কি হবে?? :cry:
হায় ! আমার ৮ জিবি ম্যামোরি কার্ডটার কি হবে?? :cry:
আমার ৮ জিবি ছোট ম্যামোরি কার্ডটা কে যেন পাসওয়ার্ড করে দিসে। শুধু আমার ফোনেই সাপোর্ট করে । মনডা চাইতাছে কি করতাম। টেকি ভাইয়েরা আফনেগর কারো এর কোন সমাধান জানা আছে?
কার্ডটার জন্য এতটা মায়া লাগত না হয়ত।মেমোরি কার্ডটা আমাকে একজন গিফট করেছিল। কেউ আমারে হেল্প করুন না প্লিজ।