টপিকঃ গ্রাফিক্স কার্ড সমস্যা...
Nvidia Gforce এর 1GB গ্রাফিক্স কার্ডটা বছরখানেক ধরে ভালভাবেই ব্যবহার করলাম। গত কয়েকদিন আগে পিসিটা রাতে ভালভাবে বন্ধ করে সকালে উঠে অন করতে গেলেই দেখি আর অন হয় না। মানে পিসি চলে, মনিটরে পাওয়ার পায় কিন্তু ডিসপ্লে আসে না। পরে সব ক্যাবল খুলে আবার লাগাতেই চালু হল। কিন্তু পরে আবার একই সমস্যা। এর পর থেকে কিছুতেই মনিটের ডিসপ্লে আনতে পারলাম না। ভিাবলাম মনিটরের ভিজিএ ক্যাবল এ কোন সমস্যা কি না! দেখা গেল না, এটাতে কোন সমস্যা না। কারণ, মাদারবোর্ডের সাথে ভিজিএ পোর্ট এ মনিটরের ক্যাবল লাগালেই ডিসপ্লে আসে। পিসি ভালভাবেই চলে। কিন্তু গ্রাফিক্স কার্ডের ভিজিএ পোর্ট এ মনিটরের ক্যাবল লাগালে মনিটরে ডিসপ্লে আসে না (কার্ডে পাওয়ার পায়)। মনিটরের সিগন্যাল বাতি হলুদ হয়ে যায়।
গ্রাফিক্স কার্ডে পোর্ট অাছে ৩টা। ভিজিএ, এইচডিএমআই এবং ডিবিএ। এখন সমস্যাটা কি, কোন জায়গায়? এটার সমাধান কিভাবে করব?
গ্রাফিক্স কার্ড কি ঠিক হয়?
VGA, HDMI, DVI এগুলোর মধ্যে পার্থক্য কি?
গ্রাফিক্স কার্ড দিয়ে মুভি দেখলে নাকি ঝকঝকে দেখা যায়। এটা কিভাবে, কোন ক্ষেত্রে? পিসিতে গ্রাফিক্স কার্ড লাগানোর পর আগে যেভাবে মুভি দেখতাম লাগানোর পর একইভাবে প্রিন্ট দেখি। কোন পার্থ্যক্য দেখলাম না। একটু বিস্তারিত জানালে উপকৃত হব।