invarbrass লিখেছেন:ছোটোবেলায় "লী" উচ্চারণের একটি অক্ষর শিখেছিলাম মনে আছে....
ওই অক্ষরটার কি হলো? 
ওটা সর্বত্র শেখানো হলেও ওরকম কোনও স্বরধ্বনি আসলে বাংলায় নেই। ঋ, ৯, ঈ, ঊ, ঐ, ঔ এই ছয়টাকেই সংস্কৃত থেকে একপ্রকার জোর করে বাংলায় আমদানি করা হয়েছে। বর্তমানে উচ্চতর পর্যায়ে ভাষাবিজ্ঞানে শেখানো হয় বাংলা ভাষায় আদতে বারোটা নয়, মাত্র সাতটা টা স্বরধ্বনি। অ, আ, ই, উ, এ, ও এই ছয়টার নিজস্ব সিম্বল আছে। আর একটা স্পেশাল স্বরধ্বনি "অ্যা", যেটার জন্য কোনও পার্টিকুলার সিম্বল নেই। এটা সংস্কৃত ভাষায় ছিলো না। পুরোপুরি বাংলার নিজস্ব স্বর। এটার নির্দিষ্ট সিম্বল না থাকায় আমরা কখনও "অ্যা" (অ্যাসিড), কখনও "এ" (এখন), কখনও "এ-কার" (বেলা), কখনও "য-ফলা" (ব্যবহার), কখনও "য-ফলা+আ-কার" (ব্যাকরণ), কখনও বা শুধু "আ-কার" (জ্ঞান) দিয়ে প্রকাশ করে চলেছি।
তাই "৯" অক্ষরটা লী, লি দিয়ে রিপ্লেস হয়ে গেছে। "ঋ" বিলুপ্তপ্রায়। ঈ, ঊ কম ব্যবহার হয়। ঐ, ঔ এর জায়গায় ওই, ৌ এর প্রচলন বেশী।
"No ship should go down without her captain."