টপিকঃ সুসময়ের পাখি

বহু গবেষণার মাধ্যমে পৃথিবীতে এদানীং একধরনের পাখির সন্ধান পাওয়া গেছে। এদেরকে সুসময়ের পাখি বলে আখ্যায়িত করা হয়। এরা মানুষের সুসময়ে আপনা-আপনি চলে আসে।
কেউ এদের সাথে জীবন জড়াতে না চাইলেও এরা বিভিন্ন ছল-ছাতুরির মাধ্যমে এদের জীবন জড়াবেই। আপনার জীবনে এমন ভাবে মিশে থাকবে দেখে মনে হবে এরাই প্রকৃত...। আপনাকে খুশি রাখতে এদের সর্বস্ব বিলিয়ে দিবে। এদের মধ্য দিয়েই পৃথিবীর সর্বোচ্চ সুখ-শান্তি বর্ষিত হয় বলে বিবেচিত হবে।
কিন্তু যখন সুসময়টা ধীরে ধীরে কমতে থাকবে তখন এদের থেকে সুখ পাওয়াটাও ধীরে ধীরে কমতে থাকবে। একটা সময় আপনাকে ধোঁকা দিয়ে চলে যাবে অন্য কোন সুসময় ওলার কাছে। আপনি বুঝতেও পারবেন না সুসময়ে আপনার পাশে থেকে ভিতরে ভিতরে আপনার কত বড় ক্ষতি করে গেছে। যখন এদের ব্যতিত আপনার জীবন মূল্যহীন মনে হবে তখন বুঝতে পারবেন। এরা কেবল সুসময়ের পাখি। কারো কারো জীবন নষ্টে এদের ভুমিকাই মুখ্য।

এবার বলুনতো পাখিগুলোর নাম কি????????

Re: সুসময়ের পাখি

তাইতো আমিও জানতে চাচ্ছি

Re: সুসময়ের পাখি

...Finding...

Re: সুসময়ের পাখি