টপিকঃ কানাডায় পড়তে চান?
শীতের দেশ কানাডা তাই এখানে বছরে আট মাস পড়াশুনা হয়। সেপ্টেম্বরে। এখানে নামি ইউনিভার্সিটির থেকে কম নামি গুলতে ভর্তি অনেক সহজ। এখানে বছরে খরচ প্রায় ৮/৯ লক্ষ টাকা। এখানে ভর্তি হতে দরকার ভাল স্পন্সর, স্টাডি পারমিট, টেম্পরারি রেসিডেন্স পারমিট। এ দুটো আপনাকে ইউনিভারসিটি দিবে। আমার লেখার মুল বিষয় হল নামি ইউনিভার্সিটি তে ট্রাই না করে কম নামি গুলোয় ট্রাই/চেষ্টা করা উচিত। আমরা সাধারনত যে ভুল তা করি তা হল নামি ইউনিভার্সিটি তে আবেদন করে আর ভর্তির সুযোগ পাই না।