Re: সচিত্র প্যান পিৎজা
প্রায় একই জিনিষ আবার দেয়া ঠিক হলো কি না জানিনা।
প্রায় একি জিনিশ বলে কোন কথা নাই এই ক্ষেত্রে
পিঁজারও তো রকমফের আছে! সো আর যদি হাতের কাছে থেকে সব দিয়ে দিন
আহা! আরও সর্ট কাট রেসেপি! জাস্ট গোল গোল পাউরুটি কিনে এনে বাকি গুলো ভেজেভুজে উপর দিয়ে চালায় দিলেই হয়!
অবশ্য এটা আমার রেসেপি!
ব্যাস হয়ে গেল পিজ্জা রেডি