টপিকঃ সাংবাদিক
১ জন সাংবাদিক,
১ জন ছাত্র
১ জন রাজনীতিবিদ
একসাথে হাটছিলেন।
রাত হয়ে গেলো।
তারা আশ্রয়ের জন্য একটি বাসায় গেলেন।
বাসার মালিক তাদেরকে রাখতে রাজি হলেন কিন্তু রুমে ২ জনের বেশি থাকতে দেয়া যাবে না।
তিনি বললেন " পাশে একটা গোয়ালঘর আছে । আপনারা কেউ যদি পারেন তবে ওখানে থাকুন।
শুধু একটা গরু আছে।"
প্রথমে ছাত্র বললেন " গোয়ালে আমিই থাকবো। এই রাতে বই পড়ে কাটিয়ে দিতে পারব।"
তো তিনি গেলেন।
কিন্তু ৫ মিনিটের মধ্যে ফিরে আসলেন।
বললেন >> " অনেক গন্ধ , থাকতে পারছি না । " তারপর গেলেন রাজনীতিক।
৫ মিনিট পর দরজায় ধাক্কা তিনি ফিরে এসেছেন ।
বললেন >> " গরুটা অনেক নড়াচরা করে । থাকতে পারলাম না । "
তারপর সাংবাদিক বললেন >> " আমিই যাই , আমি অনেক যায়গায় থেকেছি , আমি পারবো থাকতে । "
তার যাওয়ার ৩০ মিনিট পর আবার দরজায় ধাক্কা দরজা খুলে দেখা গেলো স্বয়ং গরুই উঠে এসেছে ।
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.গরু বলল >>" কারে পাঠাইছেন ? খালি প্রশ্ন করে । ঘুমাইতেই দিলো না ।"