টপিকঃ কোন কিছু ডাউনলোড হচ্ছে না তবুও অটোমেটিক এমবি ফুরাচ্ছে
পরিক্ষার কারনে আমি পিসিতে অনেক দিন ইন্টারনেট ব্যাবহার করেছিলাম না। কিন্তু প্রায় ১৫ দিন মত আগে আমার ইন্টারনেট কেনার পরে মজিলা ফায়ারফক্সে ঢুকলেই দেখা যায় অটোমেটিক ইন্টারনেট স্পিড উঠতেছে ও এমবি ফুরাচ্ছে। এভাবে কোন সাইট ব্রাউজ করতে গেলে একদম স্লোওও হয় তাই ব্রাউজ করা কষ্ট হচ্ছিল তাই নতুন করে উইন্ডোজ দিয়ে একদম নতুন ফায়ারফক্স ডাউনলোড করলাম কিন্তু তাতেও কোন সমাধান পাচ্ছি না ব্রাওজার ওপেন করলেই অটোমেটিক স্পিড উঠতে থাকে। এরজন্য আমি উইন্ডোজ আপডেট বন্ধ করে দিছি তবুও সমাধান পাচ্ছি না। মানে ফায়ারফক্স ওপেন করলেই এই সমস্যা হচ্ছে। ছবিতে দেখুন