টপিকঃ আল কোরআনই বিজ্ঞান
...আমি তোমাদের সৃষ্টি করেছি মাটি থেকে, অতপর জলবিন্দু থেকে, এরপর রক্তের জমাট থেকে অতপর মাংসপিন্ড থেকে....
(সূরা হজ্জ, আয়াত ৫।
আধুনিক চিকিৎসা বিদরা তখনো পয়দাই হয়নি, অথচ মহান স্রষ্টা, তামাম জাহানের পয়দা কর্তা, আল্লাহ বলে দিলেন ১৪ শত বৎসর পূ্র্বে মানব সৃষ্টির ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান যখন জানতে পারলো তাদের গবেষনার আগেই তা কোরআনে বর্ণিত আছে, কত খ্রিষ্টান, বিধর্মী ইসলাম গ্রহণ করে নিলেন।
মানুষ তো বছরের পর বছর গবেষনা করে বের করে, এতে ভুল থাকারও সম্ভাবনা ১০০%। কিন্তু যিনি সৃষ্টি করেছেন তিনিই তো জানবেন আসল রহস্য, এটাই স্বাভাবিক। আল্লাহ ই স্রষ্টা। শুধু মানুষের নয় যা কিছু দেখেছি, যা দেখেনি, যা দেখব, আর যা দেখা সম্ভবও নয় সব কিছুর স্রষ্টা আল্লাহ।