সর্বশেষ সম্পাদনা করেছেন abdulmostafa2906 (২৯-০৬-২০১৪ ১০:৪৬)

টপিকঃ -----------রোযা ও তার মাসআলা-মাসাইল---------

সর্বশেষ সম্পাদনা করেছেন বাংলার বিড়াল (২৯-০৬-২০১৪ ২১:৪৫)

Re: -----------রোযা ও তার মাসআলা-মাসাইল---------

এত বড় রচনা লিখলে কিভাবে হয় বলেন? একটু ভেঙ্গে ভেঙ্গে লিখেন।

রোযা ইসলাম পূর্ববর্তী যুগ থেকেই আরব মুশরিকদের মধ্যে প্রচলিত ছিলো। ইসলাম আবির্ভাবের পরে সেটা একটা নিয়মের মধ্যে আনা হয়।

রোযার মাসলা মাসায়েল জানতে জানতে সবার মুখস্ত হয়ে গেছে।

সংক্ষিপ্ত দুই তিন লাইনেই বলে দেয়া যায়।

ভোর রাতে উঠবেন। হালকা কিছু খাবেন। ফজরের নামাজ পরে একটু ঘুম দিবেন। রোজার নিয়ত মনে মনে থাকলেই চলে। আল্লাহ তা'য়ালা মনের কথা জানেন। তাই মুখে বলার দরকার নাই। 

সারাদিন খারাপ কাজ করবেন না। মিথ্যা কথা বলা, কাউকে ঠকানো এগুলো থেকে বিরত থাকুন। তা না হলে রোজা হালকা হয়ে যাবে। রোজা অবস্থায় সেক্স বা হস্তমৈথুন করলে রোজা পুরা শেষ। তাই এইসব থেকে বিরত থাকুন।

সন্ধ্যায় আজান দিলে ইফতার করুন। ভুড়ি ভোজ করবেন না। পানি জাতীয় খাবার বেশি খান। যেমন রশালো ফল। ভাজা পোড়া খাবার কম খান।

রাতে তারাবীর নামাজ পড়ুন। না পড়লেও রোজার কোনো ক্ষতি হবে না। পড়লে সওয়াব হবে। তবে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না। আমাদের একটা অভ্যাস আছে। সারা বছর নামাজের খেয়াল নাই। রোজার মাসে এসে রোজা রাখা শুরু হয়। ৫ ফরজ বাদ দিয়ে এক ফরজের পিছনে ছূটলে কি হবে? তাই সব ফরজ পালন করতে হবে।

Re: -----------রোযা ও তার মাসআলা-মাসাইল---------