টপিকঃ ক্যান্সার

> ক্যান্সার কি কখনো ভাল হয়?

> ক্যান্সার রোগীর রোগের কথা প্রকাশ পেলে কি তাকে মানুষ পূর্বের ন্যায় স্বাভাবিক ভালবাসা, আদর, স্নেহ বা শ্রদ্ধা প্রদর্শন করে?

> অতি ভালবাসার বা কাছের মানুষ (মা, বাবা, ভাই, বোন বা অন্য যে কেউ) যখন জানতে পারে তার প্রিয় মানুষটি ক্যান্সার আক্রান্ত হয়েছে তখন সে কি আগের মত তাকে ভালবাসবে?

জানার বড়ই ইচ্ছা। জানিনা এর সঠিক উত্তর পাব কি না?

- অবহেলিত এম. এর. এম.

Re: ক্যান্সার

আমাদের মত তৃতীয় বিশ্বে ক্যন্সার ডিটেক্ট হয় অনেক লেটে...আর যখন ডিকেক্ট হয় তখন আর কিছু করা যায় না মনে হয়, আমি অন্তঃত দেখিনি

প্রজন্ম ফোরাম

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: ক্যান্সার

হুম!

Re: ক্যান্সার

> ক্যান্সার ভাল হয় : তবে তা কোন স্থানে হয়েছে এবং কতটুকু ছড়িয়েছে তার উপর নির্ভর করে

> ক্যান্সার রোগীর রোগের কথা প্রকাশ পেলে তাকে মানুষ পূর্বের ন্যায় স্বাভাবিক ভালবাসা, আদর, স্নেহ বা শ্রদ্ধা প্রদর্শন না করার কি বশেষ কোন কারন আছে? বরং মানুষ তাকে আগের চেয়ে বেশী ভালবাসা, আদর, স্নেহ বা শ্রদ্ধা প্রদর্শন করে

> অতি ভালবাসার বা কাছের মানুষ (মা, বাবা, ভাই, বোন বা অন্য যে কেউ) যখন জানতে পারে তার প্রিয় মানুষটি ক্যান্সার আক্রান্ত হয়েছে তখন সে  আগের মত  শুধু নয়, তাকে আগের চেয়ে অনেক বেশী ভালবাসবে

সর্বশেষ সম্পাদনা করেছেন নিয়াজ মূর্শেদ (০৮-০৭-২০১৪ ১৫:৫৪)

Re: ক্যান্সার

Re: ক্যান্সার

Re: ক্যান্সার

নো আনসার