সর্বশেষ সম্পাদনা করেছেন মোঃজাবেদ হোসেন (১৯-০৬-২০১৪ ১০:৩০)

টপিকঃ এক পিসিতে একাধিক উইন্ডোজ নিয়ে সমস্যা

আমার এক ফ্রেন্ড তার পিসিতে দুইটি ভিন্ন ড্রাইভে দুইটি উইন্ডোজ দিয়ে ফেলেছে।
এখন চালু হওয়ার সময় কোনটি সিলেক্ট করবে তা চায়। যেটাতে সিলেক্ট করে সেই উইন্ডোজ দিয়ে পিসি চালু হয়।
এখান থেকে একটা উইন্ডোজ (অর্থ্যাত্ C ড্রাইভে যে উইন্ডোজটা আছে সেটা রেখে D ড্রাইভের উইন্ডোজটা রিমুভ করতে) রিমুভ করতে।
আমি C ড্রাইভের উইন্ডোজে সুইচ করে D ড্রাইভ থেকে উইন্ডোজ ডিলেট করতে চেয়েছিলাম ,হয়না ।
কারও কাছে এর সমাধান থাকলে জানাবেন প্লিজ..

Re: এক পিসিতে একাধিক উইন্ডোজ নিয়ে সমস্যা

আপনি জানালা সেটআপের ডিভিডি টি আবার প্রবেশ করান। এরপর ঐখান থেকে ডি ড্রাইভ ফরমেট করে দিয়েন। আর এরপর ও যদি জানালা স্টার্ট নিতে ঝামেলা করে তাহলে রিকোভারী মুডে জানালা রিকোভার করে নিয়েন। এরপরও ঝামেলা করলে রিকোভারী মুডের অপশন যেখানে পাবেন সেখানে কমান্ড বক্স পাবেন। ঐখানে এই কমান্ড গুলো লিখে এন্টার দিয়েন। এরপর পিসি রিস্টার্ট নিবে।

bootrec /FixMbr (যদি কমান্ড ভুল দেখায় তাহলে / এর পর একটা স্পেস দিয়েন)
bootrec /Fixboot
bootrec /RebuildBcd

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন বোরহান (১৯-০৬-২০১৪ ২০:১২)

Re: এক পিসিতে একাধিক উইন্ডোজ নিয়ে সমস্যা

1. My computer এর উপর রাইট ক্লিক>Properties>Advanced system setting>Start up & Recovery Setting, এখান থেকে ডিফল্ট অপারেটিং সিস্টেম সিলেক্ট করতে পারবেন।
2.এরপর যেই ড্রাইভ থেকে উইন্ডোজ বাদ দিবেন ঐ ড্রাইভের উপর রাইট ক্লিক করে Properties>DiskCleanup>Cleanup System files

Re: এক পিসিতে একাধিক উইন্ডোজ নিয়ে সমস্যা

ধন্যবাদ দুজনকেই। আমি কালকে আবার ফ্রেন্ডের ওখানে গিয়ে ট্রাই করব!