টপিকঃ নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
অনিশ্চয়তার বাধা পেরিয়ে, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে হতে যাচ্ছে প্রজন্ম গেট-টুগেদার ২০১৪।
আর এই অনিশ্চিয়তাকে নিশ্চিত করার জন্য ধন্যবাদ প্রজন্মের সেইসব ইৎসাহী প্রাণদের। আপনারা আছেন বলেই আমরা এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করতে পারি।
যাইহোক, সংক্ষেপেই জানিয়ে দিচ্ছি মিটআপের তথ্যাবলী। বৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা থাকায় আউটডোর লোকেশন প্লান ক্যান্সেল করতে হয়েছে। ইনডোর লোকেশনের ক্ষেত্রে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন ফোরামের সদস্য সালেহ আহমেদ ভাই। হ্যা, আমাদের মিটআপ অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্পল আইটি লিমিটেড এর অফিসে।
যারা রেজিস্ট্রেশন করেছেন যথাসময়ে, যথাযথ বিস্তারিত জানানো যাবে।
যদি এখনো রেজিস্ট্রেশন না করে থাকেন:
মিটআপ'২০১৪ রেজিস্ট্রেশন ফর্ম
তারিখ: ২০শে জুন, ২০১৪ইং
সময়: ১০ টা থেকে বিকাল ৩টা (নামাজ বিরতি থাকছে)
লোকেশন:
পার্পল আইটি লিমিটেড।
হাউজ# ৩৯১, ৬ষ্ঠ তলা। রোড#২৯
মহাখালি ডিওএইচএস।
ধন্যবাদ সালেহ আহমেদ এবং পলাশ ভাইকে আন্তরিক ভাবে সহযোগীতার জন্য।
খরচ:
জনপ্রতি: ২০০ টাকা।
সীমিত সময় এবং সদস্যদের রেসপন্সের ভিত্তিতে খানিকটা সীমাবদ্ধতার মধ্যে দিয়েই হয়তোবা এবার আমাদের এগুতে হচ্ছে। হয়তো একটু কষ্টও হয়তো হয়ে যেতে পারে, কিন্তু তাইবলে প্রজন্মের মিলনমেলা থেমে থাকার কোন কারন তো নেই।
আশা করি আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের মিটআপ হয়ে উঠবে মুখরিত।
ধন্যবাদ সবাইকে।
প্রজন্মটীম।