Re: নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
কি কি হলো তার বর্ণনা সহ একটা টপিক দেন কেউ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
কি কি হলো তার বর্ণনা সহ একটা টপিক দেন কেউ।
ভুলু ভাইয়ের ক্যাম্রাতে কত্তো সুন্দর সুন্দর raw মুডে ফটো খিচলাম, আপলোডায় না কেন সে
আসল কথা হচ্ছে আমি বাসায়ই এসেছি প্রায় দশটার সময় আপনারা যেই টাইমে বাসায় গিয়ে ফ্রেস হয়ে রেস্ট নিচ্ছিলেন আমি তখনও বাসে বাড়ির পথে রওনা দিয়েছি। এখন বসে বসে এডিট করছি। এনার্জি তেমন একটা নাই তবুও চেষ্টা করছি রাতেই দেবার জন্য। আর এডিট করতে, ছবির সাইজ কমাতেও তো কিছুটা সময় লাগে। আমি যেহেতু বাসায়ই পৌছেছি অনেক দেরি করে তাই আপনাদের কাছে মনে হতে পারে অনেক সময় কেটে গিয়েছে কিন্তু আমি এখনো এডিট করবার তেমন একটা সময়ই পাই নি
দেরি হবার এই হচ্ছে কারন
আমি বাসায় ঢুকলাম সাড়ে ৯ টার পরে যাহোক আজকে না হলে আগামীকাল, সমস্যা নাই
পলা ভাই। আমার ছবি একটু এডীট করে স্বাস্থ্য মোটা করে দিয়েন
মিটআপ ভালো হইছে। আর রমা দা আমাকে ফোন দিয়েছিল। অনুপস্থিত থাকার কারণে অনেক দুঃখ প্রকাশ করেছেন। রমা দার সুস্থতা কামনা করছি।
পলু ভাই আমার ছবি এডিট করে বডি বিল্ডার বানায় দেন তাইলে
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
০.০৩৮৯৮০৯৬০৮৪৫৯৪৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫২.১৩০৪৭৭০৪৫৫৯১ টি কোয়েরী চলেছে