টপিকঃ ভারতীয় ভিসার এপয়েন্টমেন্ট ডেট কিভাবে পাওয়া যাবে?
উচ্চশিক্ষার জন্য ইন্ডিয়া যাচ্ছি।সাউথ এশিয়ান ইউনিভার্সিটি,নয়া দিল্লী।কম্পিউটার সায়েন্স এ পড়ব। ভিসা ছাড়া বাকি কাজ শেষ,ইউনিভার্সিটি থেকে অফার লেটারও পেয়ে গেছি কিন্তু ভিসার ডেট পাওয়া নিয়া মহা ঝামেলায় আছি।
জালিয়াতি বা দালালের পক্ষে আমি না।যতটুকু পারি চেষ্টা করে যাওয়ার ইচ্ছে আছে।ব্লগে দেখলাম কেউ কেউ বলছে দিনের একটা টাইমে নাকি এম্বাসি থেকে সার্ভার ওপেন করে,তখন ডেট পাওয়া যায়!!
কেউ কি এই বছর ইন্ডিয়ান ভিসা করিয়েছেন? বা গত দু-তিনমাসে? একটু সাহায্য করুন এই ব্যাপারে।