টপিকঃ ভারতীয় ভিসার এপয়েন্টমেন্ট ডেট কিভাবে পাওয়া যাবে?

উচ্চশিক্ষার জন্য ইন্ডিয়া যাচ্ছি।সাউথ এশিয়ান ইউনিভার্সিটি,নয়া দিল্লী।কম্পিউটার সায়েন্স এ পড়ব। ভিসা ছাড়া বাকি কাজ শেষ,ইউনিভার্সিটি থেকে অফার লেটারও পেয়ে গেছি কিন্তু ভিসার ডেট পাওয়া নিয়া মহা ঝামেলায় আছি।

জালিয়াতি বা দালালের পক্ষে আমি না।যতটুকু পারি চেষ্টা করে যাওয়ার ইচ্ছে আছে।ব্লগে দেখলাম কেউ কেউ বলছে দিনের একটা টাইমে নাকি এম্বাসি থেকে সার্ভার ওপেন করে,তখন ডেট পাওয়া যায়!!

কেউ কি এই বছর ইন্ডিয়ান ভিসা করিয়েছেন? বা গত দু-তিনমাসে? একটু সাহায্য করুন এই ব্যাপারে।

Re: ভারতীয় ভিসার এপয়েন্টমেন্ট ডেট কিভাবে পাওয়া যাবে?

Re: ভারতীয় ভিসার এপয়েন্টমেন্ট ডেট কিভাবে পাওয়া যাবে?

এখন সম্ভবত সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে  সাতটা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে।

সর্বশেষ সম্পাদনা করেছেন angel (১৩-০৬-২০১৪ ১০:৪২)

Re: ভারতীয় ভিসার এপয়েন্টমেন্ট ডেট কিভাবে পাওয়া যাবে?

Re: ভারতীয় ভিসার এপয়েন্টমেন্ট ডেট কিভাবে পাওয়া যাবে?

গত পরশু আমার চাচাত ভাই গেল ।মাঝখানে কিছুদিন বন্ধ থাকলেও এখন আবার ভিসা দিচ্ছে । আপনি সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত ধৈর্য ধরে চেষ্টা করেন ।
আমি বহুবার ভারতে গেছি ,এ বছরও জানুয়ারি তে ঘুরে আসলাম কিন্তু কখনই দালাল ধরি নাই ।

এক টুনিতে টুনটুনালো সাত রানির নাক কাঁটালো

Re: ভারতীয় ভিসার এপয়েন্টমেন্ট ডেট কিভাবে পাওয়া যাবে?

আমি আবার ভিসা পাইছি, এবারও ৬ মাসের। দু্টা ভুল করছি। ১- এক বছরের জন্য চাওয়া দরকার ছিলো। ২- অন্যের কথা শুইনা গেদে আর হরিদাসপুর দিছি  brokenheart

Re: ভারতীয় ভিসার এপয়েন্টমেন্ট ডেট কিভাবে পাওয়া যাবে?

Re: ভারতীয় ভিসার এপয়েন্টমেন্ট ডেট কিভাবে পাওয়া যাবে?

Re: ভারতীয় ভিসার এপয়েন্টমেন্ট ডেট কিভাবে পাওয়া যাবে?

Calm... like a bomb.

১০

Re: ভারতীয় ভিসার এপয়েন্টমেন্ট ডেট কিভাবে পাওয়া যাবে?

১১

Re: ভারতীয় ভিসার এপয়েন্টমেন্ট ডেট কিভাবে পাওয়া যাবে?

দালাল ছাড়া উপায় নাই, নিজে নিজে অনেক ট্রাই করে না পেয়ে শেষমেষ দালালের দারস্থ হই।  hairpull
আরেকটা বিষয় লক্ষ্য করলাম ঢাকা থেকে ভিসা আবেদন বাতিলের হার বেশি, তাদের ব্যবহারও ভাল না।
একবার বাতিল হওয়ার পর পরবর্তীতে চট্টগ্রাম ট্রাই করি, ভুল ক্রমে সেখানে আমার ঠিকানার বানান ভুল ছিল।
ভুলগুলোর জন্য দু-একটা প্রশ্ন বেশি করে এই যা। পরের দিনই ভিসা দিয়ে দেয়। ঢাকায় মনে হয় ৭-৮ দিন সময় নিয়েছিল।  neutral

আল্লাহ এক, অদ্বিতীয় ও সর্ব শক্তিমান।

১২

Re: ভারতীয় ভিসার এপয়েন্টমেন্ট ডেট কিভাবে পাওয়া যাবে?

আজকেই পেলাম ,এক বছরের মাল্টিপল ভিসা ...... big_smile

এক টুনিতে টুনটুনালো সাত রানির নাক কাঁটালো