১ ১০-০৬-২০১৪ ১৬:৫২ সর্বশেষ সম্পাদনা করেছেন রহস্য মানব (১২-০৬-২০১৪ ১৮:৪৪)
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
আশা করছি এবার মিটাপ হবেই ইনশাল্লাহ ।
না গেলেও আমি সাথে আছি
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
ব্যবহারিক পরীক্ষাটা হয়ে গেলে যোগ দেওয়ার ইচ্ছা আছে
এখনই নিশ্চিত করতে পারছিনা।
তবে এবারের উদ্যোগ সফল হবেই হবে।
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
মিট-আপ সফল হোক, ঐদিন অফিস করতে হবে, সো
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
আহেম আহেম ২১ তারিখ আমার বার্থডে, আগাম জন্মদিনের উপহার সংগ্রহ করতে উপস্থিত হবো না মানে
যাহোক, কথা দিচ্ছি সাথে আছি
আমি খুব একটা নিয়মিত না হলেও ৫ টা বছর ধরে প্রজন্মের সাথে আছি অনেক কিছু পেয়েছি প্রজন্ম থেকে, প্রজন্মের জন্য ভালবাসা কখনোই এক বিন্দু কমেনি, কমবে না, সব কথার শেষ কথা, আমার নামটা উপরে লিস্টে যোগ করেন প্লিজ
আসিতেছি আসিতেছি দেখা হবে কথা হবে, সেলফি তোলা হবে (বাই দ্যা ওয়ে, ক্যাম্রাটা অবশ্যই আমার হবেনা
)
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
আসবেনা কে কে বলো, ইনব্রা-ও লিস্টে,
উদাসীন দেশে নাই, মুখোশের ক্লিস্টে।
ভুত আর বিড়ালরা আসবেনা মিটাপে,
সক-পপেটিং নাই, মিটাপের সেটাপে।
আসবেন ছড়াবাজ, নামখানা অন্য,
ছাপোষা লোকখানা, মোটে নয় বন্য।
চুপচাপ দেখে এসে, ছড়া দিবে তিনখান,
মিটাপটা ভাল ছিল, সবি তার গুনগান।
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
আমি কিন্তু কনফার্ম করেছিলাম , কিন্তু আমার নাম দেওয়া হয়নাই, এর জন্য ১ দিনের হরতাল।
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
আমিও আসতে পারব, ইনশাল্লাহ ।
তবে কেন জানি শরম শরম লাগে...
তারপরেও আসব ...
কনফার্ম করার জন্য কি পদ্ধতি ?
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
মিটাপে কি তোমার আর তোমার ফ্রুটস বিডির পক্ষ থিক্কা সবার জন্য গিফট প্যাক থাকবেনা ? নাইলে পরিচিতি পাবা ক্যাম্নে...... আর আমারেওতো লিষ্টে রাখলানা.....না রাখলে নাই......তবে এই মিটাপনিয়া এতোটাই তিক্ত অভিজ্ঞতা আছে যে এগুলা শুনলেই গা জ্বলে। লিষ্টি ফিষ্টি যাই করো......শেষ বেলায় কে কে আসতে পারে সেটাই দেখার বিষয়......
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
আমি কি আসতে পারি? যদি নতুনদের আসবার জন্য দুয়ার খোলা রাখেন তাহলে অবশ্যই আসবার জন্য জান, প্রান, মন, দিল, হৃদয় দিয়ে চেষ্টা করবো আসবার