৮২ ১২-০৬-২০১৪ ২২:১৭ সর্বশেষ সম্পাদনা করেছেন দ্যা ডেডলক (১২-০৬-২০১৪ ২৩:৫২)
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
৮৪ ১২-০৬-২০১৪ ২২:২৫ সর্বশেষ সম্পাদনা করেছেন Jol Kona (১২-০৬-২০১৪ ২২:২৮)
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
মিটাপের আগেই চার পাতা লিখে মানুষ ভরায় ফেলছে!
স্পট ফিক্সড করে টাইম দিয়ে দিলেই তো হইল। খানা-দানা সেটা কমিটির মেম্বাররা দেখবে! সেটা আর বাকিদের জানার দরকার নাই
বাকিরা নাচতে নাচতে আসবে! আর নাচতে নাচতে চলে যাবে
ডেট নাহয় পেছানো হোক! রমা অয়োজন করে সে না থাকতে পারলে এটা আসলেই দুঃখজনক! বেচারার খুব ইচ্ছা সবাইকে নিয়ে একটা গেটটুগেদার করার!
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
আমি একটা প্লেস সাজেশন করি। ঐখানে মোটামুটি সুবিশাল জায়গা আছে । তাছাড়া সবারই আর্কষণের কেন্দ্রবিন্দু। সিটিং এরেঞ্জমেন্টের কোন ঝামেলা নাই । শুধু আগে ভাগে কয়েকজন গিয়ে পাহাড়া দিতে হবে
। ও আরেকটা অসুবিধা হল কোন মাইকিং এর ব্যবস্থা করা যাবে না।তাই খালি গলায় কাজ চালাতে হবে। যতই হোক মার্কেট প্লেস তো
জায়গাটা হলঃ যমুনা ফুটুরি পার্ক
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
জায়গা নিয়ে এত সমস্যা, সবাই "হাতির ঝিল" চলে আসেন। (বসার যায়গা আছে কি না, বলতে পারছি না। ভুল করেও ওদিকে পা দেই না )
৯১ ১৩-০৬-২০১৪ ০০:০৪ সর্বশেষ সম্পাদনা করেছেন সেজান (১৩-০৬-২০১৪ ০০:০৫)
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
৯২ ১৩-০৬-২০১৪ ০০:৪০ সর্বশেষ সম্পাদনা করেছেন মেরাজ০৭ (১৩-০৬-২০১৪ ০০:৪০)
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
সবাই সবার বাসার কাছে চায়
ফার্মগেটের বাস সব খানেই পাওয়া যায়। তাই ওটার আসে পাশে করলে ভালো হয়।
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
রমনা পার্ক, সোরওয়ার্দী উদ্যান এবং টি এস সি এর আশে পাশে হলে... যারা ঢাকার বাহির থেকে আসবে তাদের জন্য সুবিদা হতে পারে।
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
প্রথম পাতায় একটা লিট টাঙ্গায়ে দেন কে কে আসতেছে তার।