Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
২টা থেকে ৫টা ? মনে করেন নামাজ পরে বাসায় আসতে আসতে ২টা বেজে যাবে, তারপর মিটআপ স্পটে আসতে আসতে মিনিমাম ১ ঘন্টা! ৩টার আগে তো কিছুতেই হচ্ছে না। ৩-৬ টা করবো ? সন্ধ্যে হয়ে যাবে নাতো ?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
২টা থেকে ৫টা ? মনে করেন নামাজ পরে বাসায় আসতে আসতে ২টা বেজে যাবে, তারপর মিটআপ স্পটে আসতে আসতে মিনিমাম ১ ঘন্টা! ৩টার আগে তো কিছুতেই হচ্ছে না। ৩-৬ টা করবো ? সন্ধ্যে হয়ে যাবে নাতো ?
আমাদের এইখানে মসজিদে নামাজ শুরুই হয় ১টা ২৫/৩০ মিনিটে নামাজ শেষে ঘরে ঢুকতে মিনিমাম সোয়া দুইটা হবে
যাহোক আমার সমস্যা নাই, আমি দেরিতে পৌছালেও চলে আসব, আর এমনিতে আমি মিরপুরেই থাকি ১০ নাম্বারে
উত্তরা, গুলশান, মিরপুর, বনানী এসব এলাকায় হলে আসবোনা।
লাইভ ব্রডকাস্টিং নিয়া কোন চিন্তা ভাবনা আছে ?
সুযোগে আমার এলাকার একটু এ্যাডভেটাইসমেন্ট করে নিই।আমার বাসা থেকে কিছু দুরে এই জায়গাটা যা বড় রাস্তা বা নতুন রাস্তা নামে পরিচিত।ডিওএইচ এস ও সাগুফতার পাশে
জায়গাটি এখন বেশ বিনোদন স্পট হয়ে গিয়েছে।তবে দেখার মত কিছু নেই শুধু ফাকা বড় রাস্তা।আর দুই পাশে খোলামেলা আর কি?কিন্তু ঢাকার মধ্যে এরকম জায়গার বেশ অভাব তো তাই ঈদ থেকে শুরু করে যে কোন উৎসবে বেশ ভিড় হয় আর কি।স্থাপনাটি শতবর্ষের ঢাকা নামে পরিচিত। আপনারা গেলে এই জায়গার কাছেই যাবেন।
উত্তরা, গুলশান, মিরপুর, বনানী এসব এলাকায় হলে আসবোনা।
তাহলে তো আপনি, যাত্রাবাড়ী, মগবাজার, বসুন্ধরা, মোহাম্মাদপুর, গাবতলী, এসব জায়গায় হলেও মনে হয় না আসবেন। সো আপনার বাসায়, বা বাসার ছাদে কিংবা বাসার কাছাকাছি ভাল অপশন থাকলে জানান।
সুযোগে আমার এলাকার একটু এ্যাডভেটাইসমেন্ট করে নিই।
আমি ডেইলি আসা যাওয়ার পথে এইটা পড়ে, আপনার বাসা এইটার আশেপাশেই নাকি ?
আমি ডেইলি আসা যাওয়ার পথে এইটা পড়ে, আপনার বাসা এইটার আশেপাশেই নাকি ?
হ্যা আমার বাসা এইটার আশেপাশেই।বাসা থেকে হেটে আসলে ১০ মিনিট এর মত সময় পড়ে
যেখানেই করেন সেখানে যেন বাস কানেক্টিভিটি থাকে, (বা এর আশে পাশে) তাতে আমার মত যারা ঢাকার বাইরে থেকে যোগ দিয়ে আবার ঐদিনই ফিরে আসবে তাদের একটু সাহায্য হবে।
যেখানেই করেন সেখানে যেন বাস কানেক্টিভিটি থাকে,
মিরপুর ১২ এর মত ভাল বাস কানেক্টিভিটি মিরপুরের আর কোথাও নেই।রাজার মত বাসে উঠবেন আবার রাজার মত বাস থেকে নামবেন আর মিরপুরের বাস মনে হয় মোটামুটি সব জায়গায় থেকেই পাওয়া যায়।১২ না হোক অন্তত ১০ নং সেকশন পর্যন্ত আসে।
মিরপুর ১২ এর মত ভাল বাস কানেক্টিভিটি মিরপুরের আর কোথাও নেই।
কিন্তু সমস্যা একটাই (শুধু আমার জন্য) ঢাকার শেষপ্রান্তে । মিরপুর হতে সন্ধ্যা ৬টায় রওনা হয়ে আমি ফিরে আসতে পারব কিনা বুঝতে পারছি না।
সন্ধ্যা হয়ে গেলে রাস্তা ঘাটে কোন না কোন সমস্যা হলেও হতে পারে, দিনে দিনে হলে ভালো হয়
কিন্তু সমস্যা একটাই (শুধু আমার জন্য) ঢাকার শেষপ্রান্তে
। মিরপুর হতে সন্ধ্যা ৬টায় রওনা হয়ে আমি ফিরে আসতে পারব কিনা বুঝতে পারছি না।
ঠিক ঢাকার একেবারে শেষ প্রান্ত।সেই জন্য সবার সুবিধা হয় এরকম ভাবে ভেবে চিন্তে ঠিক করাই ভাল । তবে প্লেসটা যদি ফার্মগেট বা পান্থপথ হত এর চেয়ে মিরপুর যেতে আধাঘন্টা থেকে পেীনে এক ঘন্টা ডিফারেন্স। এখন আপনারাই সব কিছু ভেবে চিন্তে প্লেস ঠিক করুন
পান্থপথের দিকে হলে ভাল হয়। এতে সবার আসতে সুবিধা হবে।
রমা,তুই আমার নাম দিয়েছিস কোন ভরসায়???
সুযোগে আমার এলাকার একটু এ্যাডভেটাইসমেন্ট করে নিই।আমার বাসা থেকে কিছু দুরে এই জায়গাটা যা বড় রাস্তা বা নতুন রাস্তা নামে পরিচিত।ডিওএইচ এস ও সাগুফতার পাশে
জায়গাটি এখন বেশ বিনোদন স্পট হয়ে গিয়েছে।তবে দেখার মত কিছু নেই শুধু ফাকা বড় রাস্তা।আর দুই পাশে খোলামেলা আর কি?কিন্তু ঢাকার মধ্যে এরকম জায়গার বেশ অভাব তো তাই ঈদ থেকে শুরু করে যে কোন উৎসবে বেশ ভিড় হয় আর কি।স্থাপনাটি শতবর্ষের ঢাকা নামে পরিচিত। আপনারা গেলে এই জায়গার কাছেই যাবেন।
গতবছর এইটার কিছু দূরে আমার অফিস ছিলো, সরকারবাড়িতে যায়গাটা আসলেই খুব সুন্দর যায়গা
এখনো মাঝে মাঝেই যাই আমি, সেজান ভাই কি DOHSএর ভিতরেই থাকেন ?
আশা করছি আজ রাতের মধ্যে admin একাউন্ট থেকে অফিসিয়াল একটা টপিক খোলা হবে এবং ডিটেইলস গুলো সেই টপিকেই জানিয়ে দেওয়া হবে।
সবাই অপেক্ষায় থাকলো , শুনেছি রমা'দা অসুস্থ সেই ব্যাপারেও সকলেই খোজ খবর রাখলে ভালো হয়
তাহলে তো আপনি, যাত্রাবাড়ী, মগবাজার, বসুন্ধরা, মোহাম্মাদপুর, গাবতলী, এসব জায়গায় হলেও মনে হয় না আসবেন। সো আপনার বাসায়, বা বাসার ছাদে কিংবা বাসার কাছাকাছি ভাল অপশন থাকলে জানান।
আমার অপশন আমি ফর্মে ও ফোরামে জানিয়ে দিয়েছি।
সেজান ভাই কি DOHSএর ভিতরেই থাকেন
না রাসেল ভাই আমি DOHSএর ভিতরেই থাকি না ।আমি থাকি সি ব্লকে
পান্থপথের দিকে হলে ভাল হয়। এতে সবার আসতে সুবিধা হবে।
সবার নয় সালেহ ভাই!!! বনানী হলে অনেকটা ব্যাটার হয়।কারণ সব সময়ই এখানে সব গন্তব্যের বাস পাওয়া যায়। কেননা জায়গা যেটাই নির্বাচন করুন না কেন সবার যাতায়াতের কথাটা ও বিবেচনা করা জরুরী।
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
০.০৭৩৬৭৮৯৭০৩৩৬৯১৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.৬৬৭৫৫২১৪৯৯৩৯ টি কোয়েরী চলেছে