Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
মিট আপ এর পোস্ট বলেই আসলাম এখানে।
আমার মতে সকাল ১১টা না করে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত করলে বরং ভাল হবে। কারণ সকাল সকাল রওয়ানা দেয়াটা অনেক কঠিন হয়ে পড়বে আবার নামাজ এর জন্য একটা বিরতি দিলে কিন্তু আমাদের হাতে সময়ও বেশি থাকবে না। নামাজ এর জন্য সময় যদি ১ ঘন্টা ধরি, তাহলে মুলত নামাজ এ যাওয়ার আগেই প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এর চেয়ে সবাই নামাজ পড়ে রওয়ানা দিলে ২টার মধ্যে আসতে পারবে। আর কেউ যদি একটু দূর থেকে রওয়ানা দেয় তাহলে সবাই হয়তো পান্থপথের ওখানে দেখা করে (যারা নামাজ পড়বে), ওখানকার মসজিদ এ নামাজ পড়েই অনুষ্ঠান এ আসতে পারবে।
আমার জন্য আসলে সকাল বেলাটা আসাই পসিবল না। ওইদিন বাসা থেইকা আগেই প্রোগ্রাম বুক কইরা রাখসে সকাল বেলা। বিদেশ থেইকা বিলাল ইউসুফ আসবে, ওনার প্রোগ্রাম এ সকাল বেলা যাইতে হবে। তাই দূপুরে হলে আমার বেশ ভালো হয়।
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
যাই বা না যাই প্রজন্ম-লিকসের মাধ্যমে ব্রাসুদা সহ অনেকের চেহারা মোবারক দেখার অপেক্ষায় থাকলাম
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
১০ জনের মত রেজিস্ট্রেশন করেছেন। (নাদিয়া, মাইর চিনো ??? ) আর এর সাথে সম্ভবত GeekHouse ফ্যামিলিও জয়েন করবে। আর সাথে ফোরামের সিনিয়র মেম্বার কয়েকজনকে খবর দিবো, উনারাও আসলে, সেক্ষেত্রে পার্টিসিপেন্ট মোটামুটি ২০ পার হয়ে যাচ্ছে। ২০ জনের বেশী হলে কোথায় ভাল হবে সেটা অলরেডী খোজ নেয়া শুরু করতে পারেন।
আর দেখি সকালের মধ্যে ফর্মটা অন্যভাবে একটু আপডেট করে নেয়া যায় কিনা। তাহলে আরো ফ্লেক্সিবল হবে সবার জন্য।
আর একটা কথা, যেহেতু, মোটামুটি বড় একটা সংখ্যা, কাজেই একটু নিরিবিলি জায়গা হলে ভাল হয়, যাতে অন্যরা আমাদের দ্বারা ডিসটার্বড না হয়, আবার আমরাও ডিসটার্ব বা বিব্রত বোধ না করি।
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
পান্থপথে হলে তো আমার বাসার পাশেই অনুষ্ঠান হবে। যদি পান্থপথে অনুষ্ঠান হয় তবে অনুষ্ঠান শেষ হবার সময় ঘটনা স্থল থেকে চুপিচুপি ঘুরে আসবো নে
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
রেস্টুরেন্ট বাদ দিয়ে কোনো খোলা যায়গায় আয়োজন করলে সবচেয়ে ভালো হয়।
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
কোন জায়গাটি ঠিক হবে ফাইনালি কখন জানবো?
৫৬ ১২-০৬-২০১৪ ১৪:৩৩ সর্বশেষ সম্পাদনা করেছেন সেজান (১২-০৬-২০১৪ ১৪:৩৯)
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
পাপাই কনভেনশন সেন্টার নামটা শোনা, কখনো যাওয়া হয়নি, তবুও খোঁজ করার চেষ্টা করতেছি
৫৯ ১২-০৬-২০১৪ ১৪:৫৩ সর্বশেষ সম্পাদনা করেছেন দ্যা ডেডলক (১২-০৬-২০১৪ ১৪:৫৫)
Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
আমি জানি এই বিষয়ে কোন কথা বলার অধিকার আমার নাই (কারণ আমি যাবো না) তাও বলছি, ঢাকার মাঝখানে হলে পুরা ঢাকা কভার হবে। যেমন-বানানী,ফার্মগেট,ধানমন্ডি,শাহবাগ । মিরপুর বা উত্তরা একেবারে শেষ প্রান্তে হয়ে যায়। কিন্তু খরচ ও স্পেসের অভাবের জন্য ঢাকার কিনারে করা যেতে পারে। আর অনুষ্ঠান দুপুর ২ হতে বিকাল ৫ পর্যন্ত হলে ভালো হয়।