Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
আমার কেনো জানি মনে হচ্ছে ২০ তারিখে অনেকেই ঝামেলাতে পড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে অনেকেই ব্যস্ত থাকবেন আমার মতে সবার পরামর্শ নিয়ে একটা চমৎকার তারিখ করা উচিত যেদিন আসলে বেশিরভাগ মানুষই উপস্থিত থাকতে পারবেন।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
আমার কেনো জানি মনে হচ্ছে ২০ তারিখে অনেকেই ঝামেলাতে পড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে অনেকেই ব্যস্ত থাকবেন আমার মতে সবার পরামর্শ নিয়ে একটা চমৎকার তারিখ করা উচিত যেদিন আসলে বেশিরভাগ মানুষই উপস্থিত থাকতে পারবেন।
নাহ, আমার কোন বিশেষ সমস্যা নাই আমি অন্যদের জন্য বলছি আরকি, ২০ তারিখ আমি এমনিতেই ফ্রি আছি
বড় ধরণের কোন ঝামেলায় না পড়লে আমি আসব ইনশাআল্লাহ। তাই নামটা যোগ করে দিতে পারেন। ভেন্যুটা মহাখালি বা ফার্মগেট এলাকায় করা যায় কিনা একটু ভেবে দেখবেন। ঢাকার শেষ প্রান্তে উত্তরায় আমার জন্য একটু কষ্ট হবে।
পান্থপথ সাইডে করলে মনে হয় ভালো হয় সবার জন্য।
বাচ্চাদের পরীক্ষার সময় মিটাপ । না হলে কোন একটা অজুহাত খোঁজা যেতো
রমা, আপনার সাথে কি মেহেদী৮৩'র কথা হয়েছে আজ ? না হয়ে থাকলে একটু যোগাযোগ করুন। আর প্রথম পেজে রেজি: ফরমটা এড করে দিলাম। আপনার সেল নাম্বার আমার দরকার। আমাকে গোবা করুন বা আমার প্রোফাইল হতে নাম্বার নিয়ে দয়া করে কল করুন।
আপডেট:
মরুভূমির জলদস্যু ও পলাশ এর সাথে কথা বলে কনফার্ম করেছি। ওরা যোগ দিবে।
গেস্ট এলাউ আছে কিনা , থাকলে কোন শর্ত আছে কিনা
আর এমন একটি স্বরনীয় সময়কে ধরে রাখার জন্য স্মৃতি ক্রেস্ট থাকলে খুব ভালো হয়, খাওয়া তো একদিন হজম হয়ে যাবে, টি শার্ট পরলে শেষ হয়ে যাবে কিন্ত স্মৃতি ক্রেস্ট থেকে যাবে
অ.ট. আমার অফিস কিন্ত রবিবারে বন্ধ, শুক্রবারে খোলা, তাতে কি আমি আসবোই - ইনশাল্লাহ
আমি আসতে চাই, তাই রেজিস্ট্রেশন করলাম।
আমি নিয়মিত বা পরিচিত সদস্য নই বলে কিন্চিৎ সরম লাগছে।
ইনশাআল্লাহ শারীরিক ভাবে অসুস্থ না থাকলে অবশ্যই আসবো !!
ভেন্যু যদি না ঠিক থাকা তাহলে নিউমার্কেট এর পাশে ইস্টার্ন মল্লিকা গলিতে স্টার কাবাব টা দেখতে পারেন. !! নতুন একটা শাখা শুরু হয়েছে বাইরে থেকে বেশ বড় গর্জিয়াস মনে হয়েছে!
আজিমপুর থাকি বলে বলছি না প্রজন্মের মিট আপ বাংলাদেশের যেকোন প্রান্তে হলেও প্রবলেম নাই দেশের বাইরে হলে একটু প্রবলেম কারণ দায়িত্ববোধের অভাবে এখনো জাতীয় পরিচয় পত্র বানানো হয় নি পাসপোর্ট তো দুরের কথা , তাই চাইলেও দেশের বাইরে গিয়ে মিট আপ সম্ভব হবে না !!
সিরিয়াসলি বলতে উত্তরার ভ্যানু ব্যপারটা আমি ফার্স্টে খেয়াল করি নাই, উত্তরায় আসলেই আমি আগ্রহী না পান্থপথ এর থেকে অনেক বেশি বেটার অপশন, আমি রেজিষ্ট্রেশন করছি। উত্তরা হলেও চলে আসব ইনশাল্লাহ, তবে পান্থপথ বা ফার্মগেট এর দিককার যায়গাগুলোকে সমর্থন দিচ্ছি বেশি।
আর টাইমটা সকালে না দুপুরে একেবারে ফাইনাল করে ফেলেন তাহলে আমি রেজিষ্ট্রেশন করে ফেলব। সম্ভবত সকালে আসা একটু টাফ হবে আবার একথাও সত্য যে দুপুরে অনেকেই নামাজ পড়বেন।
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
০.০৪৭৩৩৬৮১৬৭৮৭৭২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৬.৯৮৯০৮০৮৪৩১৩৪ টি কোয়েরী চলেছে