সর্বশেষ সম্পাদনা করেছেন মাহীর (১০-০৬-২০১৪ ১৩:২৫)

টপিকঃ বিশ্বকাপে বেলজিয়ামের বিশ্ব কাপানোর সম্ভাবনা কতটুকু?!

Re: বিশ্বকাপে বেলজিয়ামের বিশ্ব কাপানোর সম্ভাবনা কতটুকু?!

হুম দারুন টপিক  thumbs_up
কম বেশি সব দলই ভালো কাউকে ছেড়ে কেউই কম না তারপরেও আসল খেলাটা মাঠেই , আর ফুটবল সম্পূর্ণ অনিশ্চিতের খেলা সেখানে ভাগ্যরো একটা বেপার আছে সে হিসাবে হুন্ডুরাস বা ঘানাও পিছিয়ে থাকে না আর উরুগুয়েতো আছেই  smile
এখন যা হবার হবে , দেখা যাবে ১ দিন পর থেকেই  smile smile

মানুষ মাত্রই মরন শীল , কিন্ত নশ্বর নয় ।।

Re: বিশ্বকাপে বেলজিয়ামের বিশ্ব কাপানোর সম্ভাবনা কতটুকু?!

ধন্যবাদ  ! smile

সত্যি এবারের বিশ্বকাপ দারুন জমবে! ক্লাব ফুটবলের মতো ফেভরিটদের একচেটিয়া জিতার যুগ শেষ হয়ে আসছে!  yahoo

Re: বিশ্বকাপে বেলজিয়ামের বিশ্ব কাপানোর সম্ভাবনা কতটুকু?!

এবার বিশ্বকাপে ‘ডার্ক হর্স’ বলা হচ্ছে ইউরোপের দেশ বেলজিয়ামকে। যে কোন কিছু ঘটিয়ে দিতে পারে তারা। দলে আছেন ইডেন হ্যাজার্ড, আদনান ইয়ানুযাই, রোমেলু লুকাকু, কেভিন মিরালস ও থিবো কুর্তোয়ার মতো তারকা খেলোয়াড়। তবে দুই বছর আগেও ভিন্ন চেহারা ছিল বেলজিয়াম দলের, ২০০২ সালের জাপান-কোরিয়া বিশ্বকাপের পর টানা দু’বার ২০০৬ ও ২০১০ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় ইউরোপের ককপিট বলে খ্যাত এ দেশটি, ১৯৮৬ সালের বিশ্বকাপে বেলজিয়াম সেমিফাইনাল খেলে

Re: বিশ্বকাপে বেলজিয়ামের বিশ্ব কাপানোর সম্ভাবনা কতটুকু?!

এইবার যে কারা কাপ নিবে তা আসলে চিন্তার বিষয়, যদিও আমি আর্জেন্টিনা এবং জার্মানীর সাপোর্টে আছি, ফাঁক তালে হুন্ডুরাস আছে tongue

সর্বশেষ সম্পাদনা করেছেন মাহীর (১০-০৬-২০১৪ ১৮:২৭)

Re: বিশ্বকাপে বেলজিয়ামের বিশ্ব কাপানোর সম্ভাবনা কতটুকু?!

সর্বশেষ সম্পাদনা করেছেন আউল (১০-০৬-২০১৪ ১৮:২৯)

Re: বিশ্বকাপে বেলজিয়ামের বিশ্ব কাপানোর সম্ভাবনা কতটুকু?!

সর্বশেষ সম্পাদনা করেছেন মাহীর (১০-০৬-২০১৪ ১৮:৩২)

Re: বিশ্বকাপে বেলজিয়ামের বিশ্ব কাপানোর সম্ভাবনা কতটুকু?!

Re: বিশ্বকাপে বেলজিয়ামের বিশ্ব কাপানোর সম্ভাবনা কতটুকু?!

১০

Re: বিশ্বকাপে বেলজিয়ামের বিশ্ব কাপানোর সম্ভাবনা কতটুকু?!

বেলজিয়ামের সাথে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা(আরতোজিতিনা)র পড়তে পারে smile

১১

Re: বিশ্বকাপে বেলজিয়ামের বিশ্ব কাপানোর সম্ভাবনা কতটুকু?!

১২

Re: বিশ্বকাপে বেলজিয়ামের বিশ্ব কাপানোর সম্ভাবনা কতটুকু?!

এইটা সত্য এইবার সবাইই কম বেশি অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর কাছ থেকে চমক পাবার আশা করছে, এরকম হলে মন্দ হবে না, ফুটবল সবসময়ই জমজমাট বিনোদনের খেলা smile কে জিতবে কে হারবে অনেক সময় অনুমান করা সত্যিই কঠিন হয়ে যায়