টপিকঃ মাত্র দু'শো টাকায় মিলছে নতুন মোবাইল ফোন।
দিল্লিতে, মাত্র দু'শো টাকায় বাজারে মিলছে নতুন মোবাইল ফোন।
শুধু তাই নয়, এই ফোনে রয়েছে বেশ কিছু অত্যাধুনিক সুবিধাও।
শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা বিদেশি পণ্যের অন্যতম সেরা ঘাঁটি দিল্লির কারোলবাগের গফ্ফর মার্কেট.
এখানে প্রকাশ্যে রমরমিয়ে বিক্রি হয় চিনে তৈরি নিত্য ব্যবহার্য অঢেল জিনিস।
সম্প্রতি এই বাজারে সাড়া ফেলে দিয়েছে নতুন কিছু মোবাইল ফোন।
চিনে তৈরি এই ফোনগুলিতে রয়েছে ডুয়াল সিম, ক্যামেরা, ব্লু টুথ, ভিডিও, স্টিরিও সহ প্রয়োজনীয় সব রকম সুবিধা।
সেল ফোনগুলি দেখতেও মনোরম। অথচ এদের দাম শুরু হচ্ছে মাত্র ২১২ টাকা থেকে।
তবে এই দামের ফোনগুলির চেয়ে তুলনায় দেখতে ভালো ফোন পেতে গেলে খরচ পড়বে কিছু বেশি। ফর্মুলা ওয়ান গাড়ির আদলে তৈরি মোবাইল পাওয়া যাচ্ছে মাত্র ৬০০ টাকায়। নীল, হলুদ ও কালো-- এই তিন রঙের মডেলে পাওয়া যাচ্ছে এই বিশেষ ফোন। এতে রয়েছে আগের ফোনটির সব সুবিধাই।
গফ্ফর মার্কেটের পণ্য নিয়ে প্রচলিত বিশ্বাস, এই বাজার থেকে কেনা মালের উপর কোনও গ্যারান্টি পাওয়া যায় না। কিন্তু হালে আমদানি করা মোবাইল ফোনগুলির ক্ষেত্রে তা খাটছে না। ৫০০ টাকা থেকে শুরু ফোনের উপর দেওয়া হচ্ছে এক বছরের ওয়্যার্যান্টি। স্বাভাবিক ভাবেই সস্তায় মোবাইল কিনতে কারোলবাগের পথে রোজই জমছে ভিড়। অনেক খদ্দেরেরই বক্তব্য, এত কম দামে কেনা মোবাইল ফোন যদি ৬ মাস চলে, তা হলেও পয়সা উশুল।
সূত্র ;-http://eisamay.indiatimes.com/