মাহীর লিখেছেন:একজন লিখছে মুসলিমরা নাকি অন্য ধর্মের মানুষদের মানুষই মনে করে না! এর মানে কি? এর মানে জঙ্গি আর তেতুল হুজুররাই আসল মুসলিম আর বাকি মুসলিমরা অন্য কিছু!
আমি একবার ঢাকা থেকে বরিশাল যাচ্ছি হানিফে করে, তো ড্রাইভার সেইরকম স্লো চালাচ্ছে, প্রচন্ড স্লো + পিছন থেকে অন্য বাস হর্ণ দিলে সে প্রায় সাইডে থামিয়ে তারপর বাসটিকে পাস দেয়। আমি তো পুরা থ!
সেই হানিফ বাসে চড়ে মানুষ যখন রাজশাহী যায়, তখন নাকি দোয়াদরূদ পড়তে পড়তে যায়।
নিঃসন্দেহে উত্তরবঙ্গের লোকজন হানিফকে মনে মনে গালিগালাজ করে আস্ত রাখে না। আর আমিও ভাবি, কি আজব, এমন ক্যান!
মানুষজন আশেপাশে যা দেখে তা থেকেই ধারনা নেয়! পেপার পত্রিকায় আসবে, তেতুল মার্কা লোকজন ইসলামের বড় অমুক তমুক, তখন যিনি বিশেষ জানেন না, শুধু তাই না, আরো এরকম ১০টা উদারন দেখবে, তার কি এটাই ধারনা হওয়া স্বাভাবিক নয় যে ইসলাম ধর্মেই সমস্যা আছে ?
জানি এবং মানলাম, ইসলাম ধর্মে সমস্যা নাই, সমস্যা ওই লোটকের, আপনি যদি প্রকৃত মুসলিম হয়ে থাকেন, কি কি ব্যাবস্থা নিয়েছেন ? সেই লোকের কোন পরিবর্তন আনতে পারেন নাই।
ভারতের ধর্ষন নিয়ে খুব হৈচৈ হচ্ছে, কয়েকটা ম্যাসিভ লেভেলের ধর্ষনের খবর-টবর শুনে লোকজনের অবস্থা এখন এমন হয়েছে, "ভারত মানেই রেপিস্ট আর ভিকটিমের দেশ"। ঘটনা সত্যি, এই ফোরামেরই কোথায় জানি এইসব চিল্লাপাল্লা হয়েছে।
তাই বলে কি আসলেই ভাল কোন মানুষ নাই ? অবশ্যই আছে।
আমাদের বিশাল কিছু সমস্যা আছে, ধর্ম আর রাজনীতির নামে কিছু শুনলে আমাদের শরীর টগবগ করে ফুটতে থাকে। নিজে কতটুকু কন্ট্রিবিউশন রাখতে পারছি সেটার দিকে কোন খেয়াল নাই।
ছোটবেলায় বইতে ধর্মের কনসেপ্ট ছিল এরকম, মানুষকে কিছু নিয়ম নীতিমালার মধ্যে দিয়ে পাস করানো, যাতে নিজেদের মধ্যে শান্তি, সুসংবদ্ধতা বজায় থাকে। বাট, রিয়েলিটি :: ধর্মীয় ক্যাচালে মানুষ মারা যায়।
আপনার যদি মনে হয়ে থাকে কোন সদস্য সঠিক ধারনা রাখেন না, আপনি প্রথমে তাকে বুঝানোর চেষ্টা করুন। তাকে যথাযথ রেফারেন্স দিন। তারপরও না বুঝে থাকলে তখন রাগারাগি করুন বা অভিযোগ করুন।