টপিকঃ বিশ্বকাপ শেষ আরেক মহাতারকার! (বিদায়ের লাইন কি আরো লম্বা হবে?)

ফ্যালকাও এর পর রিবেরি আউট! ইঞ্জুরির জন্য রিবেরির বিশ্বকাপ খেলা হচ্ছে না!

এতো ইঞ্জুরি সমস্যা কি আগের কোন বিশ্বকাপে দেখা গিয়েছিল?

আল্লাহ যেন রোনালদোকে ইঞ্জুরি মুক্ত রাখেন! মেসিও ইঞ্জুরি মুক্ত থাকুক যদিও এখন মেসির চেয়ে ডি মারিয়া ভালো খেলে! তাও মেসি, রোনালদো ছাড়া বিশ্বকাপ প্রায় পানি হয়ে যাবে... আমার আরেক প্রিয় খেলোয়াড় জাতান ইব্রাহিমোভিচ নাই। তবে কষ্ট কম কারণ প্লেঅফ হয়েছে রোনালদোর পর্তুগালের সাথে... রোনালদো সবার আগে! নেইমারকে নাকি বিগ ফিল সব বিশ্বকাপ ম্যাচ নাও খেলাতে দিতে পারেন! তারও কি সমস্যা আছে নাকি?

ইতালির মন্তোলিভোর খেলা খুব ভালো লাগতো কিন্তু পা ভেঙ্গে যাওয়ায় সেও আউট!

নাসরি, তেভেজ, ইসকো না থাকায়ও অনেকে কষ্ট হচ্ছে...

তবে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে কাকা না থাকায়...

সুয়ারেজের ব্যাপারটাও ঘোলাটে ! শেষমেষ রিবেরির পথে সেও যেতে পারে  crying

বিশ্বাসঘাতক কস্তাও কিন্তু একেবারে বিপদমুক্ত না!

বিশ্বের দামী প্লেয়ার না থাকায় এতো কষ্ট নাই।

না থাকা তারকাদের সংখ্যা এতো হবে কেউ কি ভাবতে পেরেছিল আগে?! cry

আপনাদের প্রিয় খেলোয়াড় বাদ পড়লে কমেন্ট করে অন্তত নামটা বলবেন! isee

Re: বিশ্বকাপ শেষ আরেক মহাতারকার! (বিদায়ের লাইন কি আরো লম্বা হবে?)

বিদায়ের লাইন আর লম্বা হবে না, সবাই সুস্থ হয়ে স্বাভাবিক খেলা উপহার দিবে আশা করছি