টপিকঃ গেমারদের দৃষ্টি আকর্ষণ করছি
ফোরামের গেমারদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার ০বাজেটের এবং একক (যদিও অনেক থ্রিডি মডেল এবং ক্যারেক্টার নেট থেকে নেয়া হয়েছে) উদ্যোগে তৈরী গেম NATO 3D - Save the world পরীক্ষামূলক কপি ৯০% প্রস্তুত।
তাই ফোরামের কয়েকজন গেমারদের কাছে পরীক্ষামূলক কপিটি পাঠাতে চাই এবং তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পরিবর্তন ,পরিবর্ধন করে ফাইনাল রিলিজ করব।
গেমাররা একটু আওয়াজ দেন প্লিজ ..