টপিকঃ গেমারদের দৃষ্টি আকর্ষণ করছি

ফোরামের গেমারদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার ০বাজেটের এবং একক (যদিও অনেক থ্রিডি মডেল এবং ক্যারেক্টার নেট থেকে নেয়া হয়েছে) উদ্যোগে তৈরী গেম NATO 3D - Save the world পরীক্ষামূলক কপি ৯০% প্রস্তুত।
তাই ফোরামের কয়েকজন গেমারদের কাছে পরীক্ষামূলক কপিটি পাঠাতে চাই এবং তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পরিবর্তন ,পরিবর্ধন করে ফাইনাল রিলিজ করব।
গেমাররা একটু আওয়াজ দেন প্লিজ ..

Re: গেমারদের দৃষ্টি আকর্ষণ করছি

আমাকে দিতে পারেন

Re: গেমারদের দৃষ্টি আকর্ষণ করছি

একটা ওপেন ওয়ার্ল্ড গেম বানান।  tongue

Re: গেমারদের দৃষ্টি আকর্ষণ করছি

পাঠাতে পারেন wink

Re: গেমারদের দৃষ্টি আকর্ষণ করছি

পাঠিয়ে দাও  smile

Re: গেমারদের দৃষ্টি আকর্ষণ করছি

আমাকে দিতে পারেন

Re: গেমারদের দৃষ্টি আকর্ষণ করছি

আগ্রহীরা একটু কষ্ট করে আপনাদের ঠিকানা আমাকে গোপন বার্তায় পাঠান। গেমের সিডি R.P(রেজিস্টার্ড পোস্ট) করে পাঠিয়ে দেয়া হবে।

Re: গেমারদের দৃষ্টি আকর্ষণ করছি

এতোজনকে না পাঠিয়ে সহজ উপায় হচ্ছে কারো আনলিমিটেড নেট থাকলে এবং ভালো স্পীড কানেকশন থাকলে তার কাছে পাঠালে সে নেটে একটি গোপন ব্যবস্থায় সেটি আপলোড করতে পারে সেক্ষেত্রে বাকি আগ্রহীরা সহজেই সেটি পেয়ে যাবে smile

Re: গেমারদের দৃষ্টি আকর্ষণ করছি

১০

Re: গেমারদের দৃষ্টি আকর্ষণ করছি

১১

Re: গেমারদের দৃষ্টি আকর্ষণ করছি

এফপিএস হলে আমাকে দিন! এতোদিনে ১০+ কোরিয়ান, অ্যামেরিকান ফ্রি মাল্টিপ্লেয়ার এফপিএস খেলছি...

এখন বাংলাদেশী এফপিএস এর পাল্লা!  dancing  thumbs_up yahoo

১২

Re: গেমারদের দৃষ্টি আকর্ষণ করছি

মেরাজ ভাইকে দিলেই মনেহয় বেশী ভাল হবে। লিংক থ্রি তে পোর্ট ব্লকের প্যারা নাই। স্পীড কম ও আনলিমিটেড হলে টরেন্ট দিয়ে ওনাকে দিয়ে দিন, তাহলে কারেন্ট গেলেও সমস্যা হবেনা।
নেট নেই বিধায় ট্রাই করতে পারব না। যদিও ইচ্ছে ছিল। অবশ্য আমি গেমারও না।