সর্বশেষ সম্পাদনা করেছেন সৌমিত্র বিশ্বাস (০৫-০৬-২০১৪ ১৬:২৯)

টপিকঃ হোস্টিং কোম্পানী সাইট সাসপেন্ড করে দিয়েছে, কি করতে পারি?

অনেক দিন প্রজন্ম ফোরামে আসা হয়নি। ২০১০/২০১১ সালের দিকে নিয়মিত ভিজিট করতাম।
অনেক দিন পর এলাম একটা সমস্যা নিয়ে, কেউ পরামর্শ দিয়ে হেল্প করলে উপকৃত হতাম।
realitsolution(dot)com নামের  একটি হোস্টিং কোম্পানীর কাছ থেকে ডোমেইন কিনেছিলাম। ডোমেইনের নাম ছিল www(dot)alosona(dot)com। গত এক বছর ধরে ভালই চলেছে। মাঝে মাঝে ভিজিটর বেশি হয়ে যাওয়ার ফলে ব্যান্ডউইথ শেষ হয়ে যাওয়ায় কিছু সময়ের জণ্য সাইট দেখা না যাওয়ার ঘটনা ঘটেছে, আবার ঠীক হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি।  কিন্তু ৩/৪ দিন আগে হঠাৎ দেখলাম আমার এ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছে, একেবারে বিনা নোটিশে। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা বলল আমার সাইট নাকি বেশি CPU টানছিল। এটা নাকি সাইটে ভিজিটর বেশি আসার কারনেও হতে পারে আবার সাইটে কোন খারাপ স্ক্রীপ্ট ঢুকে পড়ার কারণেও হতে পারে।
সমস্যা যাঈ হোক আমার খুব খারাপ লাগছে। ওরা বলছে এখন সমাধান ডেডিকেটেড সার্ভার নিতে হবে। এর পূর্বে আমি শেয়ার হোস্টিং ব্যবহার করতাম।
এখন কি করলে ভাল হয় কেউ কি বলবেন।

"তুমি নির্মল কর, মঙ্গল কর মলিন মর্ম মুছায়ে। তব পূণ্য কিরন দিয়ে যাক মোর মোহ-কালিমা ঘুছায়ে, মলিন মর্ম মুছায়ে"।-রজনীকান্ত সেনের এই গানটি মনকে ক্ষণিকের জন্যে হলেও নিয়ে যায় সকল লোভ লালসার উর্দ্ধে এক আধ্যাতিক চেতনায়।

Re: হোস্টিং কোম্পানী সাইট সাসপেন্ড করে দিয়েছে, কি করতে পারি?

সাইটের মাস প্রতি গড় ভিজিটর কত ?

সর্বশেষ সম্পাদনা করেছেন হাবীব রাজশাহী (০৫-০৬-২০১৪ ১৭:৩৩)

Re: হোস্টিং কোম্পানী সাইট সাসপেন্ড করে দিয়েছে, কি করতে পারি?

VPS নিতে পারেন । আমার পরামর্শ সি প্যানেলে লগিন দিতে পারলে ব্যাকআপ নিয়ে নিন , তারপর যত আলোচনা তাদের সাথে ।
এই মাসে আমারো সেম প্রব্লেম হয়েছিলো । আমার প্রভাইডার তো আমাকে ব্যাকআপ দিতে চাইছিলো না । কোন ভাবে পেয়েছি । পরে প্রভাইডার পরিবর্তন করেছি ।

>>এখুন আমি চালাই
5,000MB Disk Space
50GB Monthly Transfer
only $1.95 /mo
ভালোই চলছে আমার সাইট । সামনের মাসে ভাবছি VPS চলে যাবো ।

আপনি এখুন দেখুন আমাদের ফোরাম এর অনেকে হোস্টিং সেল করে , আপনার ভিজিটর কেমন তা জানিয়ে তাদেরকে বলুন দেখুন শেয়ার  কাজ হয় কি । না হলে VPS , ডেডিকেটেড সার্ভার নিতে হলে অনেক মুল্য দিতে হবে প্রতি মাসে ।

কি আর বলবো । সাইট থাকলে ঠিকানা দিতাম ......

Re: হোস্টিং কোম্পানী সাইট সাসপেন্ড করে দিয়েছে, কি করতে পারি?