টপিকঃ বিশ্বকাপের থিম সং
বিশ্বকাপের থিম সং যদি আমাদের
দেশের এরা বানাতেন বা গাইতেন,
কেমন হত???
মমতাজ : অন্যদেশ যখন কাপ
ল্ইয়া আমারা বাড়ির
সামনে দিয়া রঙ্গ
ক্ইরা হাইটা যায়,
বুকটা ফাইটা যায়।
রুনা লায়লা : বিশ্বকাপ
মাস্ত কালেন্দার, দমাদম
পেহলে নাম্বার; ও কাপ
মেরি ও কাপ মেই......
সুবীর নন্দী : একটা ছিলো ওয়ার্ল্ড
কাপ,
সোনা নরন বেশ;
বাংলাদেশেতে ছিলো সেই
কাপটির
দেশ....
আইয়ুব বাচ্চু : তুমি কেন বোঝ না,
বিশ্বকাপ
ছারা আমি অসহায়;আমার সবটুকু
ভালোবাসা এ কাপ
ঘিরে....
মাইলস: বিশ্বকাপ কাপ কাপ এ
অন্তরে;
বিশ্বকাপ কাপ কাপ এ মন জুরে....
সোলস:
বিশ্বকাপ দেখে অনেক কেঁদেছি,
করেছি কতই
আর্তনাদ....
তপু: এক হাতে কাপ তোমার অন্য হাত
খালি...
টি ডব্লিউ সৈনিক: তুমি আমার কাপ,
তবু তোমায়
নিয়ে সপ্ন দেখি না.....
বালাম: এই বড়
বিশ্বকাপ হাতে, এক আকাশ নীল; আজ
এই কাপের জন্য
চলছে ভালোবাসার মিছিল....
মিলন মাহমুদ: চল সবাই, জীবনের
আহবানে বিশ্বকাপ দেখতে যাই....
হৃদয় খান:
চাই না কাপ তুমি অন্য
কারো হও,পাবে না কেউ
তোমাকে তোমাকে তুমি
........................
লেখাটি প্রথম আমার ফেসবুক পেজে প্রকাশিত
https://www.facebook.com/ideabuzz350