টপিকঃ নীলগিরির পথে
গত জানুয়ারি মাসের ২৯ তারিখে গিয়ে ছিলাম বান্দরবানের নীলগিড়িতে, সেখান থেকে ফেরার পথে...
একটু বরিং টাইপ হয়ে গেলো মনে হয়, সব একই রকম ছবি
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » নীলগিরির পথে
গত জানুয়ারি মাসের ২৯ তারিখে গিয়ে ছিলাম বান্দরবানের নীলগিড়িতে, সেখান থেকে ফেরার পথে...
একটু বরিং টাইপ হয়ে গেলো মনে হয়, সব একই রকম ছবি
কি স্মৃতি মনে করিয়ে দিলেন ভাই ,২০১৩ এর অক্টোবর এ গিয়েছিলাম ,আমার তো ফিরে আসতেই মন চাইছিল না
গাড়িতে বসে এধরনের রাস্তা গুলো দেখতে চমৎকার লাগে... প্রতি বাকে বাকে ওয়াও...। কিন্তু ছবি তুললে পরে আর ওরকম দেখা যায়না। টুডি ছবিতে ডেপ্থ না থাকার কারনে এই অবস্থা।
আমি গিয়েছিলাম বেশ কিছুদিন আগে, ঐদিন এত বৃষ্টি হচ্ছিল যে রাস্তার কয়েক ফুট সামনে কি ছিল তাই দেখা যায় নি।
ছবিতে রাস্তাগুলো কিছুটা পরিচিত মনে হলেও আমি এত উজ্জ্বল রোদে দেখিনি, ২ নাম্বার ছবিটা অস্থির রকমের সুন্দর লাগছে।
গত দের বছর ধরে এই নীলগিড়ি যাই যাই করে এখন পর্যন্ত আর যাওয়া হলনা
আচ্ছা, নীলগিড়ি যাওয়া-থাকা এবং যেসকল সমস্যার সম্মুখিন হতে হয়, সব মিলিয়ে একটা গাইড লেখা যায়? অথবা কারও লেখা থাকলে সেটার লিংক দিলেও হবে।
কি স্মৃতি মনে করিয়ে দিলেন ভাই ,২০১৩ এর অক্টোবর এ গিয়েছিলাম ,আমার তো ফিরে আসতেই মন চাইছিল না
নীলগিড়িতে গিয়েছি দুবার, বান্দরবানে বেশ কয়েকবার, তবুও নেশা কাটে না।
ভালো লাগলো তো চবিগুলা!
ধন্যবাদ।
গাড়িতে বসে এধরনের রাস্তা গুলো দেখতে চমৎকার লাগে... প্রতি বাকে বাকে ওয়াও...। কিন্তু ছবি তুললে পরে আর ওরকম দেখা যায়না। টুডি ছবিতে ডেপ্থ না থাকার কারনে এই অবস্থা।
কিছু কিছু জিনিস ক্যামেরাতে খুব ভালো আসে যেমন ১ ও ২ নং দৃশ্য। কিন্তু বেশির ভাগ জিনিসই ক্যামেরায় সত্যিকারের সুর্ন্দ ফুটিয়ে তোলা যায়না।
আমি গিয়েছিলাম বেশ কিছুদিন আগে, ঐদিন এত বৃষ্টি হচ্ছিল যে রাস্তার কয়েক ফুট সামনে কি ছিল তাই দেখা যায় নি।
ছবিতে রাস্তাগুলো কিছুটা পরিচিত মনে হলেও আমি এত উজ্জ্বল রোদে দেখিনি, ২ নাম্বার ছবিটা অস্থির রকমের সুন্দর লাগছে।
এর আগে গত বর্ষায় আমি গিয়েছিলাম নীলগিড়ি। বৃষ্টি সারা রাস্তায় আমারদের পথ চিনিয়ে নিয়েছে আর চিনিয়ে দিয়ে গেছে।
গত দের বছর ধরে এই নীলগিড়ি যাই যাই করে এখন পর্যন্ত আর যাওয়া হলনা
আচ্ছা, নীলগিড়ি যাওয়া-থাকা এবং যেসকল সমস্যার সম্মুখিন হতে হয়, সব মিলিয়ে একটা গাইড লেখা যায়? অথবা কারও লেখা থাকলে সেটার লিংক দিলেও হবে।
সময় করে চলে যান। যাওয়া আসা সহজ ব্যাপার, থাকা খাওয়াটা ব্যয়বহুল, আগে থেকে বুকিং দিয়ে যেতে হয়।
আমি গিয়েছিলাম ২ বছর আগে। সুন্দর একটা জায়গা। একটা হেলিপেডও আছে।
আমি গিয়েছিলাম ২ বছর আগে। সুন্দর একটা জায়গা। একটা হেলিপেডও আছে।
আছে হেলিপ্যাড।
এই ছবিগুলি নীলগিড়ি থেকে ফেরার পথে তোলা।
আঁকা বাঁকা পথগুলো ভাল লাগল
আচ্ছা গিরি বানানটা কি গিড়ি হবে নাকি বুঝতেছি না
খালি যেতে ইচ্ছা করে......
অনেক ভালোলাগার যায়গা তো... তাই একটুও বোরিং লাগেনি ছবিগুলো...
চমৎকার জায়গা এবং ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। আমার এখনো যাওয়া হয় নাই। আশা করি খুব তাড়াতাড়ি ঘুরে আসবো জায়গাটা থেকে। ধন্যবাদ
আঁকা বাঁকা পথগুলো ভাল লাগল
আচ্ছা গিরি বানানটা কি গিড়ি হবে নাকি বুঝতেছি না
খুঁজে দেখলাম বানানটা হবে "নীলগিরি"।
ধন্যবাদ আপু।
ছবি-Chhobi লিখেছেন:আঁকা বাঁকা পথগুলো ভাল লাগল
আচ্ছা গিরি বানানটা কি গিড়ি হবে নাকি বুঝতেছি না
খুঁজে দেখলাম বানানটা হবে "নীলগিরি"।
ধন্যবাদ আপু।
আপনাকেও ধন্যবাদ...... বানানের ব্যাপারে আমি খুবই দুর্বল
গুতি-গুঁতির ঠেলায় এই ছবিগুলো হাজির হইছে!
তাও ভাল!
আমি আরো তাক-লাগানো কিছু ছবি আশা করছিলাম! আশা ভাইঙ্গা খান খান কইরা দিলেন! দস্যু ভাই!
পর্ব কি শেষ না আরো আছে!!?
আমি কি পার্টি দিব!
কেন যে দস্যু ভাইয়ের মত কপাল নিয়ে জন্মাইনি
খুঁজে দেখলাম বানানটা হবে "নীলগিরি"।
আমি এ কথাটিই বলতে চাইছিলাম। অতএব শিরোনামের বানানটি সংশোধন করে দিন।
নীলগিরি যাওয়ার পথে যে আর্মিদের একটা ক্যান্টিনে খিচুড়ী পাওয়া যায় ওইটা ট্রাই করেছিলেন ?
খালি যেতে ইচ্ছা করে......
অনেক ভালোলাগার যায়গা তো... তাই একটুও বোরিং লাগেনি ছবিগুলো...
![]()
এখনই যাওয়ার শ্রেষ্ঠ সময়।
চমৎকার জায়গা এবং ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। আমার এখনো যাওয়া হয় নাই। আশা করি খুব তাড়াতাড়ি ঘুরে আসবো জায়গাটা থেকে। ধন্যবাদ
এই বর্ষায় যান, তখনই নীলগিরি সমস্ত রূপ মেলে ধরে।
আপনাকেও ধন্যবাদ...... বানানের ব্যাপারে আমি খুবই দুর্বল
কবিদের বানানের বিষয়ে অবশ্যই সতর্ক হতে হয়। আমি আবার কবিতা পড়ি না।
গুতি-গুঁতির ঠেলায় এই ছবিগুলো হাজির হইছে!
![]()
![]()
তাও ভাল!
![]()
আমি আরো তাক-লাগানো কিছু ছবি আশা করছিলাম! আশা ভাইঙ্গা খান খান কইরা দিলেন! দস্যু ভাই!
পর্ব কি শেষ না আরো আছে!!?
![]()
আমি কি পার্টি দিব!
কথা সত্য
সরি
আরো এখনো শুরুই করি নাই, ওয়েট খান।
কেন যে দস্যু ভাইয়ের মত কপাল নিয়ে জন্মাইনি
নদীর এইবার বলে........ কি জানি বলে?
পেশা হিসেবে গাড়ির ড্রাইভারি কেমন?
মরুভূমির জলদস্যু লিখেছেন:খুঁজে দেখলাম বানানটা হবে "নীলগিরি"।
আমি এ কথাটিই বলতে চাইছিলাম। অতএব শিরোনামের বানানটি সংশোধন করে দিন।
কেন, আনি করে দিলে সমস্যাটা কি ছিল?
নীলগিরি যাওয়ার পথে যে আর্মিদের একটা ক্যান্টিনে খিচুড়ী পাওয়া যায় ওইটা ট্রাই করেছিলেন ?
এই ট্রিপে খাই নাই, আগের ট্রিপে ভাত খেয়েছিলাম, খিঁচুরি ছিলো না। অতি চমৎকার।
ছবি গুলো খুবই ভালো লেগেছে , নীলগিরি তে যাবার সৌভাগ্য হয়নি তাই ছবি দেখে মনের কস্টটা দুর করার চেস্টা
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » নীলগিরির পথে
০.১২৬২১৯০৩৪১৯৪৯৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬৪.১৪১৬৯৯৯৫১৪৫৫ টি কোয়েরী চলেছে