জার্মানি জিতে গেল
২য় ফেভারিট টিম জার্মানি ছিল। সেলিব্রেট ভাল করে করতে পারতাম যদি ম্যাচটা আর্জেন্টিনার সাথে না পড়ত।
আর্জেন্টিনা ফেভারিট টিম সবসময়। ওরা গতকাল মেসির জন্যই হেরেছে।
@সদস্য_১: জ্বলে ওঠা? জ্বলে ওঠার কোন বাদ দিন! ওতো কালকে ফ্রেডের মতই খেলল! মেসির পায়ে বল গেছে সর্বোচ্চ ৪-৫ বার। এইসব ম্যাচে কিভাবে খেলতে হয় তা দেখে নিন জিনেদিন জিদানের ৯৮ এর ফাইনাল কিংবা ২০০৬ এর সেমিফাইনাল+ফাইনাল। কি পরিমাণ এফর্ট তারা দিয়েছিল তা ওসব ম্যাচ দেখলে বোঝা যায়! মনে করেছিলাম কালকে মেসি জানপ্রাণ দিয়ে খেলবে! কিসের কি? হাঁটতে হাঁটতেই দিন শেষ!
মেসির উপরে মোটেও আর্জেন্টিনা নির্ভর ছিল না। থাকলে কখনোই তারা কোয়ার্টারফাইনাল আর সেমিফাইনাল পার হয়ে আসতে পারত না। ১২০ মিনিট পর্যন্তও খেলা টানতে পারত না। মেসি was the biggest flop last night. অন্য কোন প্লেয়ার হলে নিশ্চিতভাবে তাকে সাবস্টিটিউট করা হত। আর সাবেলা যখন পেরেজ আর লাভেজ্জি কে তুলে নিয়েছিল তখনই ফল জানা ছিল আমার। তাও খুশি আর্জেন্টিনা মোটের উপর ভাল খেলেছে।
Joechim Low যে কাপ জিতবে এটা আমি ২০১০ এই ওদের খেলা দেখে বুঝেছি। অসাধারণ টেকনিশিয়ান। শুধুমাত্র স্পেনের টিকিটাকা'র কাছে হেরে গিয়েছিল হঠাৎ গোল খেয়ে। এবার ওটার জন্যও ভালই প্রস্তুতি নিয়ে এসেছিল। Germany deserved the cup.
মোটামুটি বড় একটা পতাকা লাগিয়েছিলাম জার্মানীর এবার :v এবারই জিতে গেল 

OH DEAR NEVER FEAR SAIF IS HEREBOSS অর্থাৎ সাইফCloud Hosting BossHostBD